Weather Update: জেলা থেকে শহর, ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য! আরও নিচে নামতে পারে পারদ
উত্তুরে হাওয়ার বাধা কাটতেই নামতে শুরু করল পারদ। এক ধাক্কায় ৬ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। পারদ উঠলেও শীতের আমেজ পুরোদস্তুর বজায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নীচে নামতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ পারদ নামলেও, সপ্তাহান্তে তাপমাত্রা বাড়বে। তবে বছর শেষে ও বর্ষবরণে থাকবে শীতের আমেজ। কুয়াশার কম্বলে মোড়া ভোর।
তবে বেলা গড়াতেই আকাশ পরিষ্কার। দখিনা বাতাস সরতেই বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে শহরে ফিরেছে শীতের আমেজ।
এক ধাক্কায় ৬ ডিগ্রি নেমেছে পারদ। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪. ৪ ডিগ্রি সেলসিয়াস।
পারদ নামলেও তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি, ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও দিয়েছেন আবহবিদরা।
শহর থেকে জেলা, গোটা রাজ্যেই হাড় কাঁপানো ঠান্ডা। শুক্রবারই চলতি মরশুমের শীতলতম দিন। তবে ২৪ ঘণ্টায় খানিকটা উর্ধ্বগামী হল পারদ।
তবে বছর শেষ ও বর্ষবরণে শীতের শিরশিরানি বজায় থাকবে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। ঠান্ডায় কাঁপছে দিল্লি। রাজধানীতে তাপমাত্রা নামল দেড় ডিগ্রিতে। সঙ্গে ঘন কুয়াশা।
আবহাওয়া দফতর জানিয়েছে, সাময়িক পারা-পতন হলেও, শনি ও রবিবার ফের তাপমাত্রা বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -