Weather Update: বজায় আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরে বাড়বে বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
Weather Forecast: ভোটের উত্তাপে পুড়ছে বাংলা। হাইভোল্টেজ নির্বাচন ঘিরে তুঙ্গে পারদ। ভোটের দিন কেমন থাকবে প্রকৃতির আবহাওয়া?
ফাইল ছবি
1/10
ভোটের দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।
2/10
কলকাতায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা খুব একটা বাড়বে না তবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
3/10
গণনার দিন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। কোচবিহার আলিপুরদুয়ার সহ ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
4/10
ভোটের উত্তাপে পুড়ছে বাংলা। হাইভোল্টেজ নির্বাচন ঘিরে তুঙ্গে পারদ। ভোটের দিন কেমন থাকবে প্রকৃতির তাপমাত্রা, তা জানিয়ে দিল আবহাওয়া দফতর।
5/10
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উপরের ৫টি জেলায় আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নিচের তিন জেলা মালদা, দুই দিনাজপুরে তুলনায় কম বৃষ্টি হবে।
6/10
শনিবার উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১১ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হবে।
7/10
দক্ষিণবঙ্গে ক্ষেত্রে বৃষ্টির তেমন প্রভাব নেই। ৮ এবং ১১ জুলাই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আছে।
8/10
৩৫ ডিগ্রির উপরে আর উঠবে না কলকাতার তাপমাত্রা। সংলগ্ন জেলার তাপামাত্রাও খুব বেশি বাড়েব না বলে জানিয়েছে হাওয়া অফিস।
9/10
তবে তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই বর্ষার ঘাটতি চলছে। উত্তরবঙ্গে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে।
10/10
এই ঘাটতির কারণ দেরিতে বর্ষা আসা। চলতি মাসে পশ্চিমের জেলায় স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হবে। পূর্বের জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি হবে।
Published at : 05 Jul 2023 10:47 PM (IST)