Gold Price Silver Price : পূর্ণিমার শুভক্ষণে সোনা কিনবেন ভাবছেন ? বাংলার বাজারে কত দাম?
এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ে, জন্মদিন হোক বা অন্য কোনও মনে রাখার মতো মুহূর্ত - সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে চান অনেকেই। ঘরে সোনা আনা যেমন শুভ বলে ধরা হয়, তেমনই আগামীর সুরক্ষা হিসেবেও সোনার কদর ।
প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। দোকানে যাওয়ার আগে তাই জেনে নেওয়া ভাল কোন সোনার কত দাম। লক্ষ রাখতে হবে কেনার দর ও বেচার দরে।
সোনা কেনার সময় খেয়াল রাখতে হবে, কত ক্যারাটের সোনা আপনি কিনতে চান। কারণ ক্যারাট অনুসারে সোনার দাম আলাদা। ২২ ক্যারাটের সোনার থেকে ১৮ ক্যারাটের সোনার দাম অপেক্ষাকৃত কম।
বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? জেনে নিন আমাদের কাছ থেকে। তথ্য সহায়তায় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি জানাচ্ছে, শনিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮০৮/-।
এদিন ১৮ ক্যারেটের সোনা কিনতে গেলে দাম হবে প্রতি ১ গ্রামে ৪৬২৩ টাকা
এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাবেন ৫২৮৫ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম ৫৬১০ টাকা।
এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৬৯৫৬৩ টাকা। রুপোর গয়না পছন্দ করেন এখন অনেকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -