WB App Cab: সফর সঙ্গী 'যাত্রীসাথী,' সরকারি উদ্যোগে অ্যাপ ক্যাব পরিষেবা চালুর ভাবনা

West Bengal News: ক্যাবের ভাড়া কত হবে? তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার। সব ঠিক থাকলে পুজোর আগেই চালু হয়ে যাবে পরিষেবা।

ফাইল ছবি

1/8
এবার রাজ্য সরকারের উদ্যোগ চালু হতে চলেছে অ্যাপ ক্যাব পরিষেবা। সব ঠিক থাকলে পুজোর আগেই তা চালু হয়ে যাবে।
2/8
পরিবহণ দফতর সূত্রে দাবি, অন্যান্য অ্যাপ ক্যাব সংস্থার চেয়ে ভাড়া অনেকটা কম হবে সরকারি অ্যাপ ক্যাবে।
3/8
এবার হলুদ ট্য়াক্সিও মিলবে অ্যাপে, পরিবহণ দফতরের নতুন উদ্য়োগে তেমনটাই হতে চলেছে।
4/8
তথ্য প্রযুক্তি দফতরের আওতায় পাইলট প্রজেক্ট হিসেবে যার ট্রায়াল রান শুরু হয়ে গেছে।
5/8
শহরের বিভিন্ন প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে চলছে ট্রায়াল রান। প্রাথমিকভাবে যার নাম দেওয়া হয়েছে যাত্রীসাথী।
6/8
বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হলেও, পরে তা চলে যাবে পরিবহণ দফতরের হাতে।
7/8
বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হলেও, পরে তা চলে যাবে পরিবহণ দফতরের হাতে।
8/8
এর জেরে অন্যান্য অ্যাপ ক্যাব সংস্থার তুলনায় ভাড়াও কম হবে। গাড়িচালকদেরও লভ্যাংশ বাড়বে। ক্যাবের ভাড়া কত হবে? তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার।
Sponsored Links by Taboola