Guru Purnima 2022 : হাতে শ্বেতপদ্ম, সম্মুখে গুরুর প্রতিকৃতি, গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শ্রদ্ধার্পণ
বেলুড় মঠে মহাসমারোহে পালিত হল গুরু পূর্ণিমা। দীক্ষাগুরুর আশীর্বাদ নিলেন ভক্তরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুরুপূর্ণিমা উপলক্ষ্যে বেলুড় মঠে আয়োজিত হয় বিশেষ পুজোর৷ মঠের সন্ন্যাসীরা পূজার্চনা করেন রামকৃষ্ণদেবের৷ পরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়।
পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিতে বেলুড় মঠে পালিত হল গুরু পূর্ণিমা৷ গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজোও হয় এদিন।
দীক্ষাগুরুকে প্রণাম জানাতে, দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। দীক্ষাগুরুর কাছ থেকে আশীর্বাদ নিতে সকাল থেকেই ভিড় জমান ভক্তরা।
হাতে শ্বেতশুভ্র পদ্মফুল নিয়ে দীক্ষগুরুকে প্রণাম জানাতে, দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। করোনা ভয় পেরিয়ে অনেকদিন পর ঠাক আগের মতো করে মঠে পালন হল গুরু পূর্ণিমা।
করোনার কারণে গত দু’বছর বেলুড় মঠে সেভাবে গুরুপূর্ণিমা পালিত হয়নি। এ বছর তাই ভক্ত সমাগমও একটু বেশি ।
গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। তমসা থেকে জ্যোতির পথে যিনি মানুষকে চালিত করেন।
গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। তমসা থেকে জ্যোতির পথে যিনি মানুষকে চালিত করেন।
হিন্দুধর্ম মতে এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়৷ তাই এই বিশেষ দিনে বেলুড় মঠে হাজির হন মঠের শিষ্য ও দীক্ষিতরা৷ গুরুকে স্মরণ করা হয় ,আলাদা করে কৃতজ্ঞতা জানানো হয় গুরুকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -