Haimanti Ganguly : দিকে দিকে বাড়ি-গাড়ি-কোম্পানি-অভিনয়, রহস্যে মোড়া জীবন, হৈমন্তীর কী কী কীর্তি ফাঁস?
খোঁজ মিলল কুন্তল-বর্ণিত রহস্যময়ীর ঠিকানার। হাওড়ার বাকসারায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়ি।
Haimanti Ganguly : দিকে দিকে বাড়ি-গাড়ি-কোম্পানি-অভিনয়, রহস্যে মোড়া জীবন, হৈমন্তীর কী কী কীর্তি ফাঁস?
1/10
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এখনও পর্যন্ত ৩ নারী চরিত্র সামনে এসেছে। প্রথম পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ২ জনই এখন জেলবন্দি! তৃতীয় জনের নাম শোনা গেছে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের মুখে! তিনি রহস্যময়ী হৈমন্তী!
2/10
সত্যিই আপাতত লাইফ বদলে যাওয়ার উপক্রম হৈমন্তীর!তাঁর নাম কেন করলেন কুন্তল? এই মামলায় হৈমন্তীর ভূমিকা ঠিক কী? সেটাই আপাতত দেখার বিষয়।
3/10
বাড়ি থেকে অফিস, বৈবাহিক জীবন,সবকিছুই যেন রহস্যে মোড়া!হৈমন্তীর পৈতৃক বাড়ি হাওড়ার সাঁতরাগাছির উত্তর বাকসাড়ায়।
4/10
হৈমন্তীর মায়ের দাবি, ভালবেসেই গোপাল দলপতিকে বিয়ে করেছিল মেয়ে। তবে পরে তাঁদের ডিভোর্সও হয়ে যায়।
5/10
৮-১০ বছর আগে গোপাল দলপতি গিয়েছিলেন হৈমন্তীর হাওড়ার বাড়িতে। স্বীকারোক্তি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মায়ের
6/10
প্রতিবেশীদের দাবি, ২০১১ সালের নভেম্বরে গোপাল দলপতির সঙ্গে বিয়ে হয়েছিল হৈমন্তীর। তাঁর বাবা অবসরপ্রাপ্ত রেলকর্মী। ১৯৯২ সালে সাতরাগাঁছির উত্তর বাকসাড়ায় বাড়ি করেন তিনি।
7/10
প্রতিবেশীদের দাবি, প্রায়শই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত বিলাসবহুল গাড়ি। এই গাড়িতে যাতায়াত করতেন হৈমন্তী। কিন্তু হৈমন্তী কী করতেন? কী পেশার সঙ্গে যুক্ত এনিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি তাঁর পরিবার।
8/10
তাঁর ফ্ল্যাটের হদিশ মিলেছে দক্ষিণ কলকাতার বেহালায়। রাজা রামমোহন রায় রোডের এই বহুতলে ফ্ল্যাট রয়েছে হৈমন্তী ও গোপালের।
9/10
হৈমন্তীর অফিসের খোঁজ পেল এবিপি আনন্দ। বিবাদী বাগ এলাকার একটি বিল্ডিংয়ের ৫ তলায় ৪১২ নম্বর রুমে হৈমন্তী অ্য়াগ্রো প্রডাক্ট প্রাইভেট লিমিটেডের অফিস।
10/10
অন্যদিকে, 'অভিনেত্রী' হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নতুন কীর্তি ফাঁস হয়েছে। বাংলা ছবিতে অভিনয়ও করেছিলেন হৈমন্তী । অচেনা উত্তম ছবিতে একজন নার্সের ভূমিকায় অভিনয় করেছিলেন হৈমন্তী। অভিনয় করতে গিয়েও 'প্রতারণার ছক'করেন বলে অভিযোগ!'পরিচালককে এড়িয়ে সরাসরি প্রযোজকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন'। জানতে পেরে একদিন কাজ করিয়ে বাদ দিয়ে দেন বলে দাবি পরিচালক অতনু বসুর
Published at : 24 Feb 2023 04:21 PM (IST)