HC on Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে কী কী নির্দেশ হাইকোর্টের ?
হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে, হনুমান জয়ন্তীতে রাজ্য়ে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূলত রামনবমীর মিছিল ঘিরে হাওড়া-হুগলিতে অশান্তির পর, রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে আর ঝুঁকি নিতে চায় না প্রশাসন। তাই আদালতের কড়া নির্দেশ এবার।
রিষড়ায় অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে। ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি, কোনও সমস্যা যেন না করতে পারে কেউ'।
রামনবমী ঘিরে অশান্তির রেশ কাটেনি এখনও। তার মধ্যেই হনুমান জয়ন্তী নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। সেই আবহেই এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রিষড়াকাণ্ড নিয়ে কুণাল ঘোষ বলেছেন, 'বিজেপির পরিকল্পিত নাটক।' তৃণমূলনেত্রীর সুরেই 'রাম নবমী কদিন ধরে হয় ?' বলে প্রশ্ন তুলেছেন।
রামনবমীর কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা। হনুমান জয়ন্তীতে 'মিছিলে থাকতে পারবেন না ১০০ জনের বেশি', স্পষ্ট করেছে রাজ্য় সরকার।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য ' যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের পরিবারের কি হবে? মানুষের মনে আস্থা ফেরানোর জন্য রুটমার্চ প্রয়োজন। শান্তি ফেরাতে কিছু করা দরকার।'
রিষড়াকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ট্যুইটে তোপ সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার ট্যুইটে একাধিক ছবির কোলাজ পোস্ট করে, ছবিতে সবুজ কালি দিয়ে গোল করে চিহ্নিত করেছেন কয়েকজনের মুখ। তিনি প্রশ্ন তুলেছেন, 'যে মুখগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিল, তারা রামনবমীর শোভাযাত্রায় কী করছিল? একই মুখের দুই জায়গায় উপস্থিতি হামলার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের প্রশ্ন উস্কে দিচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক।' ছবি পোস্ট করে প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির।
স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত রাজ্য় সরকারের। মুখ্য়সচিবের নেতৃত্বে নবান্নে বৈঠকে বাহিনী নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিলীপ ঘোষ বলেন, 'নরেন্দ্র মোদির শাসনের জন্য দেশ এগোচ্ছে। তাঁকে বদনাম করার জন্য, আগামী চব্বিশের নির্বাচনে, যাতে মোদিজিকে কমজোর করা যায়, সারা ভারত জুড়েই বিরোধীরা পরিকল্পনা করে গন্ডোগোল করাচ্ছেন। যাতে বিশ্বের সামনে তাঁর ইমেজ খারাপ হয়। যেহেতু নোবেল শান্তি প্রাইজ দেওয়ার জন্য তার নামও আসছে। তাঁকে কালিমালিপ্ত করার জন্য এই ধরণের ঘটনা ঘটানো হচ্ছে। তা না হলে, এমন শান্তিপূর্ণ এলাকায় অশান্ত পরিবেশ হতে পারে না।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -