Republic Day 2024: কলকাতা-সহ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস, রেড রোডে মুখ্যমন্ত্রী
কলকাতা-সহ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস, রেড রোডে মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেড রোডে প্রদর্শন একের পর এক বর্ণাঢ্য ট্যাবলোর। প্রতিটি ট্যাবলোই বিশেষ বার্তা দিয়ে এগিয়ে যাচ্ছে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কলকাতা। শুক্রবার রেড রোডে আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন।
রেড রোডকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। রেড রোডে থাকবেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্য়াসিস্ট্য়ান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক।
আজ প্রজাতন্ত্র দিবস।নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে।প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে রেড রোড।
রেড রোডে ২ হাজার ৫০০ পুলিশ কর্মী মোতায়েন, রেড রোডের দায়িত্বে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল
রেড রোডে কর্তব্যরত রয়েছেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্য়াসিস্য়ান্ট কমিশনার পদ মর্যাদার আধিকারিক।
নিরাপত্তা জোরদার করতে রাস্তায় ৩টি কুইক রেসপন্স টিম,৮টি এইচআরএফএস ভ্য়ান, ১২টি প্য়াট্রোলিং মোটরবাইক,জলপথেও নজরদারি।
বাইক রাইডে ধপধপে সাদা পোশাকে কলকাতা পুলিশ।
সেফ ড্রাইভ, সেফ লাইফের সচেতনতা বার্তা ছড়িয়ে দিয়ে, রেড রোডে কলকাতা পুলিশের ট্যাবলো প্রদর্শন।
প্রজাতন্ত্র দিবসে রেড এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একতাই সম্প্রীতি, এই বার্তা নিয়ে ট্যাবলোর গায়ে দক্ষিণশ্বরের ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -