High Court: ডিএ ইস্যুতে নবান্ন-কর্মসূচিতে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, কী নির্দেশ কোর্টের ?
বকেয়া ডিএ-র দাবিতে, সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোর সাড়ে পাঁচটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের।
হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ।
পুলিশ নির্ধারিত জায়গায় দ্বিস্তরীয় ব্যারিকেড করে দিলে ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা।
পরে ব্রিজের নীচে একটি জায়গা পুলিশের তরফ থেকে নির্দিষ্ট করে দিলে সেখানেই অবস্থানে বসেন তাঁরা।
আন্দোলনকারীদের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদশর্নেও বাধাদানের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ বনাম সংগ্রামী যৌথ মঞ্চের টানাপোড়েনে সরগরম নবান্ন সন্নিহিত এলাকা।
আরও অভিযোগ, আশে পাশের যাবতীয় খাবারের দোকান বন্ধ করে দেওয়া হয়।
এমনকি নিকটবর্তী শৌচালয়ও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে আন্দোলনকারীরা।
ঠিক এমনই সময়, আগামীকাল বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
আগামীকাল বিকেল চারটে পর্যন্ত ধর্না করুন, সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির
- - - - - - - - - Advertisement - - - - - - - - -