WB Dengue Update: ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ? নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট। উত্তর ২৪ পরগনায় আক্রান্তর সংখ্যা গতবারের তুলনায় দ্বিগুণ। শহরে ১২ দিনে ৭ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকের পর নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর। আগামীকাল কোর কমিটির বৈঠক নবান্নে।
রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে, স্বাস্থ্য দফতরের তরফে শনিবার থেকে পরিদর্শন শুরু হয়েছে।
ইতিমধ্যেই ৬টি জেলায় ঘুরে রিপোর্ট তৈরি করেছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। সেই রিপোর্টের ভিত্তিতে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।
স্বাস্থ্য ভবনের বৈঠকে বলা হয়েছে –প্রতিটি হাসপাতালে পুরোদমে চালু করতে হবে ফিভার ক্লিনিক। সহজে তথ্য পাওয়ার জন্য জ্বরে আক্রান্ত রোগীদের রেজিস্টার তৈরি করতে হবে।
হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীদের জন্য ২৪ ঘণ্টা চালু রাখতে হবে ল্যাব। যেদিন রক্ত সংগ্রহ করা হবে, সেদিনই য়েন ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়।
ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার বাইরের বিষয়গুলি দেখাশোনা করার জন্য এক আধিকারিককে নিয়োগ করতে হবে।
হাসপাতালের জরুরি পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিনের বৈঠকে বলা হয়েছে, জরুরি সময়ে জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খামতি রয়েছে।
রোগ নির্ণয় ও চিকিৎসা দু'টিই বিলম্বিত হচ্ছে। জরুরি বিভাগে প্রাথমিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
প্লেটলেটের যোগান সহ ব্লাড ব্যাঙ্কের পরিষেবা যাতে যথাযথ থাকে, তা দেখতে হবে প্রতিষ্ঠানের প্রধানকে।
ডেঙ্গি আক্রান্ত রোগীর অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কিত তথ্যের ওপর নজর রাখতে হবে সুপারকে। উল্লেখযোগ্য পর্যবেক্ষণের কথা নিয়মিত জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -