Coriander: কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হজমেও সহায়ক! রান্নায় ধনে পাতা ব্যবহার করছেন তো?
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হজমেও সহায়ক! রান্নায় ধনে পাতা ব্যবহার করছেন তো?
ধনেপাতার উপকারিতা
1/9
ধনে পাতা শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কম করে, ভাল কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি করে। ফলে হৃদরোগের ঝুকি কমাতে উপকারী ধনেপাতা।
2/9
ধনে পাতা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। এ ছাড়া ধনে পাতা পেট ফাঁপা ও পাকস্থলির বিভিন্ন সমস্যা দূর করে হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।
3/9
ডায়াবেটিকদের জন্য ধনে পাতা বিশেষ উপকারী। এটি শরীরে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়।
4/9
ত্বকের ক্ষতি ও চুল পড়া কম করে ধনে পাতা। ধনে পাতায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস ও ক্লোরিন।
5/9
দেহের কাটা-ছেঁড়ায় দ্রুত উপশমের জন্য খুব উপকারী ধনে পাতা। দেহের চুলকানি-পাঁচড়ায় ধনেপাতার রস লাগালে তাড়াতাড়ি ভল হয়ে যায়।
6/9
ধনেপাতায় ভিটামিন-এ থাকে প্রচুর পরিমাণে। আর চোখের পুষ্টি জোগায় এই ভিটামিন-এ। যাদের রাতকানা রোগ আছে। তাদের জন্য ধনেপাতা কার্যকরী।
7/9
স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিস্কের স্নায়ু সচল রাখতে সাহায্য করে ধনে পাতা। ধনে পাতার ভিটামিন ‘কে’ অ্যালজাইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী।
8/9
ধনেপাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিইনফেকসাস, ডিটক্সিফাইং উপাদান, ভিটামিন ‘সি’ এবং আয়রন গুটিবসন্ত প্রতিকার করে।
9/9
ধনে পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের ব্যথাসহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে।
Published at : 26 Jul 2023 01:06 PM (IST)