West Bengal Weather: আপাতত বর্ষা নয় দক্ষিণবঙ্গে! তবে শীঘ্রই আসছে বৃষ্টি! কোন কোন জেলায়?
Rain Forecast: লাগাতার বৃষ্টি ও দুর্যোগে বিপর্যয়ের ভ্রুকুটি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। গোটা দক্ষিণবঙ্গ তখন হাঁসফাঁস করছে প্যাচপ্যাচে গরমে।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10
১৩-১৭ জুনের জন্য গোটা উত্তরবঙ্গে ভারী বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার উল্টোদিকে দক্ষিণবঙ্গে ১৩-১৫ জুন চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া।
2/10
তিনদিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছনোর অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির দাপট চলবে। এমনই জানাল আবহাওয়া দফতর।
3/10
১৪ জুন, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারের কিছু এলাকাতেও রয়েছে লাল সতর্কতা। দার্জিলিং ও কোচবিহার জেলায় রয়েছে কমলা সতর্কতা
4/10
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা হয়েছে তাপপ্রবাহের। তবে লাল সতর্কতা এখনও পর্যন্ত কোনও জেলায় নেই।
5/10
লাগাতার বৃষ্টি ও দুর্যোগে বিপর্যয়ের ভ্রুকুটি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। গোটা দক্ষিণবঙ্গ তখন হাঁসফাঁস করছে প্যাচপ্যাচে গরমে। কলকাতা থেকে কাকদ্বীপ, ব্যারাকপুর থেকে বর্ধমান বৃষ্টির আশায় চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে এখনই কোন আশার বাণী নেই।
6/10
আবহাওয়া দফতর সূত্রে খবর, ইসলামপুর পর্যন্ত বর্ষা ঢুকে গেলেও, তা দক্ষিণবঙ্গে পৌঁছনোর অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আপাতত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে।
7/10
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দাপট চলবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায়। বর্ষা আসার অনুকূল পরিস্থিতি এখনই নেই বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।
8/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9/10
দক্ষিণে যখন তীব্র দহনজ্বালা, তখন বৃষ্টিতে নাকানিচোবানি খাচ্ছে উত্তরের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে তিস্তা ফুলে ফোঁপা ওঠায় জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিঙের বিভিন্ন জায়গায় পরিস্থিতি ঘোরাল হচ্ছে।
10/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি ও দুর্যোগ চলবে। দার্জিলিং, কালিম্পং., জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সব ছবি: PTI
Published at : 14 Jun 2024 05:30 AM (IST)