Kalimpong News : রাস্তা ভেঙে তছনছ, ধ্বংসলীলা কালিম্পংয়ে, বন্ধ সিকিম যাওয়ার রাস্তা, পরিস্থিতি ভয়ঙ্কর
Kalimpong Road Slide : ধসের জেরে গত একমাস বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং যাওয়ার এই জাতীয় সড়ক। বৃহস্পতিবার রাস্তা চালু হতে না হতে ফের ধসে যায় একাংশ।
ধ্বংসলীলা কালিম্পংয়ে, বন্ধ সিকিম যাওয়ার রাস্তা
1/8
টানা বৃষ্টিতে বিপর্যয় ঘনাল বাংলাতেও। রাতে ও সকালে ফের ধস নামল কালিম্পঙে। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা।
2/8
ধসের জেরে গত একমাস বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং যাওয়ার এই জাতীয় সড়ক। বৃহস্পতিবার রাস্তা চালু হতে না হতে ফের ধসে যায় একাংশ।
3/8
আটকে পড়ে বহু গাড়ি। ভারী বৃষ্টির জেরে রাতে ও সকালে নতুন করে ধস নামে কালিম্পঙে। তার জেরে ২৯ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
4/8
কালিম্পং-শিলিগুড়ি রুটে ব্যাহত হচ্ছে যান চলাচল। সিকিম যাওয়ার লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে লাভা এবং পনবু হয়ে ঘুরপথে চলছে যাতায়াত।
5/8
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে, বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রযেছে নিম্নচাপ অক্ষরেখা। আর তার রেশ যেমন পড়বে দক্ষিণবঙ্গে। তেমন উত্তরেও।
6/8
উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
7/8
উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। ফলে দুর্যোগ কাটবে - কাটবে করেও আশঙ্কার মেঘ কাটছে না উত্তরবঙ্গের উপর থেকে।
8/8
আগামী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।
Published at : 02 Aug 2024 01:56 PM (IST)