Heavy Rain: প্রবল বর্ষণ দার্জিলিংয়ে, ঝাপসা হল পাহাড়ি রাস্তা, হার মানল ছাতাও
সোমবার সকাল থেকেই ফের ভারী বৃষ্টি শুরু হয় দার্জিলিংয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন সকাল সাড়ে ৮ টা থেকে প্রবল বর্ষণে চারিদিক ঝাপসা হয়ে যায়। রাস্তায় জল জমা শুরু করে।
এদিকে সদ্য ভারী থেকে অতি ভারী বর্ষণের সফর কাটিয়ে উঠেছে উত্তরবঙ্গ। ধস নামার ঘটনার সাক্ষীও হতে হয়েছে।
এদিকে সেসময় দক্ষিণবঙ্গ বৃষ্টির ঘাটতি চলছিল। তবে মাঝে ফের ভাগ্যের চাকা ঘোরে। গত কয়েকদিন থেকেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গেও। এদিকে ফের দোসর হল উত্তরবঙ্গ।
তেমন ক্ষয়ক্ষতির খবর না আসলেও, স্বাভাবিকভাবেই একনাগাড়ে প্রবলবর্ষণ চিন্তা বাড়িয়েছে দার্জিলিংবাসীর।
টয়ট্রেনের লাইন ও রাস্তাও ডুবেছে বৃষ্টির জলে। স্কুল যাওয়ার সময় ও বাড়ি ফেরার সময় বিপাকে পড়ুয়ারাও।
তবে প্রাকৃতিক দুর্যোগের মুখে অতীতেও বারবার এসেছে উত্তরবঙ্গ। একাধিকবার জাতীয় সড়কে ধ্বস নেমে পরিবহন ব্যবস্থায় প্রভাব ফেলেছে।
তাই নতুন করে এই বৃষ্টি ফের কি ভোগান্তির মুখে ফেলবে পাহাড়বাসীকে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।
হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
কোচবিহারে মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ৯ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -