Heavy Rain: প্রবল বর্ষণ দার্জিলিংয়ে, ঝাপসা হল পাহাড়ি রাস্তা, হার মানল ছাতাও

Darjeeling Heavy Rainfall: সদ্য ভারী থেকে অতি ভারী বর্ষণের সফর কাটিয়ে উঠেছে উত্তরবঙ্গ। আর ফের ভারী বৃষ্টি শুরু হল দার্জিলিংয়ে।

প্রবল বর্ষণ দার্জিলিংয়ে, ঝাপসা হল পাহাড়ি রাস্তা, হার মানল ছাতাও

1/11
সোমবার সকাল থেকেই ফের ভারী বৃষ্টি শুরু হয় দার্জিলিংয়ে।
2/11
এদিন সকাল সাড়ে ৮ টা থেকে প্রবল বর্ষণে চারিদিক ঝাপসা হয়ে যায়। রাস্তায় জল জমা শুরু করে।
3/11
এদিকে সদ্য ভারী থেকে অতি ভারী বর্ষণের সফর কাটিয়ে উঠেছে উত্তরবঙ্গ। ধস নামার ঘটনার সাক্ষীও হতে হয়েছে।
4/11
এদিকে সেসময় দক্ষিণবঙ্গ বৃষ্টির ঘাটতি চলছিল। তবে মাঝে ফের ভাগ্যের চাকা ঘোরে। গত কয়েকদিন থেকেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গেও। এদিকে ফের দোসর হল উত্তরবঙ্গ।
5/11
তেমন ক্ষয়ক্ষতির খবর না আসলেও, স্বাভাবিকভাবেই একনাগাড়ে প্রবলবর্ষণ চিন্তা বাড়িয়েছে দার্জিলিংবাসীর।
6/11
টয়ট্রেনের লাইন ও রাস্তাও ডুবেছে বৃষ্টির জলে। স্কুল যাওয়ার সময় ও বাড়ি ফেরার সময় বিপাকে পড়ুয়ারাও।
7/11
তবে প্রাকৃতিক দুর্যোগের মুখে অতীতেও বারবার এসেছে উত্তরবঙ্গ। একাধিকবার জাতীয় সড়কে ধ্বস নেমে পরিবহন ব্যবস্থায় প্রভাব ফেলেছে।
8/11
তাই নতুন করে এই বৃষ্টি ফের কি ভোগান্তির মুখে ফেলবে পাহাড়বাসীকে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।
9/11
হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
10/11
রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
11/11
কোচবিহারে মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ৯ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
Sponsored Links by Taboola