Weather Forecast: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা, দক্ষিণেও ভারী বর্ষণের পূর্বাভাস
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে ঝাড়খণ্ড অতিক্রম করবে। মৌসুমী অক্ষরেখা রাঁচির উপর দিয়ে বাংলা ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। আজ ও কাল শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি। শুক্রবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায়। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। সকাল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -