'আমি পাহাড়ের মেয়েকে বউমা করব' দার্জিলিং-এ দ্বিতীয় দিনের সফরে মমতা
সোমবারের পর মঙ্গলবারও পাহাড়ে জনসংযোগে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটলের কিলোমিটারের পর কিলোমিটার। বুধবার যেতে পারেন টাইগার হিলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন মঞ্চে বক্তব্য় রাখার সময়ে মুখ্যমন্ত্রীর বলেন, 'আমাদের পরিবারের একজনের বিয়ে দিচ্ছি। পাহাড়ের পরিবারের একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। পাহাড়কে ভালবাসি, তাই পাহাড়ের মেয়েকে ঘরের বউ করে আনছি। আপনাদের বাড়ি আমার বাড়ি। এখন আমার বাড়ি আপনাদের বাড়ি।'
হাঁটলেন ১৪ কিলোমিটার! পেরোলেন পাহাড়ের চড়াই উতরাই পথ। চকোলেট বিলি করলেন বাচ্চাদের!
কারও সঙ্গে তুললেন সেলফি। সেই সঙ্গে যোগ দিলেন সরকারি অনুষ্ঠানেও। মঙ্গলবার দার্জিলিঙে দিনভর এই ভূমিকাতেই দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকাল ৯টা নাগাদ, রিচমন্ড হিল থেকে হাঁটতে বেরোন তিনি। তারপর ম্যাল, চৌরাস্তা হয়ে যান জলা পাহাড়ে।
এর মাঝেই পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ সেরে নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন ভিন রাজ্যের পর্যটকদের সঙ্গে।
রাস্তায় মুখ্যমন্ত্রীর মুখোমুখি হন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের কয়েকজন ছাত্রী। তাঁদের আব্দারে সেলফিও তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা নাগাদ ফিরে আসেন রিচমন্ড হিলে।
এরপর দুপুরে ম্যালে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি পাহাড়ের ঘরের মেয়ে। পাহাড়ের উন্নয়নই একমাত্র স্বপ্ন। ১০ বছর কোনও গন্ডগোল করবেন না। সহযোগিতা করুন, উন্নয়ন হবে
শুধু নিজেকে পাহাড়ের ঘরের মেয়ে বলাই নয়, আগামী গিনে পাহাড়ের সঙ্গে পারিবারিক সম্পর্কও তৈরি হতে চলেছে
সূত্রের খবর, খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর এক ভাইপোর সঙ্গে কার্শিয়াঙের মেয়ের বিয়ে হবে। এদিন সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকালে টাইগার হিলে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বিকেলে মহাকালী মন্দিরে পুজো দেবেন। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। (ছবি সৌজন্য়: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -