Dol Utsav Weather : দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?

বাংলায় কেমন থাকবে দোলের দিনের আবহাওয়া ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

বঙ্গে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ?

1/9
রঙের উৎসবে জল রঙে ভিজতে তো সকলেই চান। তবে বৃষ্টি হলে দোলের আনন্দই মাটি। দোল খেলা থেকে দোলের উইকএন্ড ট্রিপ সবটাই মাটি হয়ে যেতে পারে বৃষ্টি হলে। কী জানাচ্ছে আবহাওয়া দফতর, কেমন আবহাওয়া থাকবে দোলে।
2/9
আইএমডির পূর্বাভাস অনুসারে, কোথাও আবহাওয়া থাকবে শুকনো , কোথাও আবার হবে ঝমঝমিয়ে বৃষ্টি। আগামী ১৫ মার্চ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে উত্তর ভারতে। দিল্লি , রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে এবার বৃষ্টিস্নাত দোলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
3/9
আইএমডি দুটি ঘূর্ণাবর্তের সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতরের আপডেট বলছে, ইরাকে উৎপন্ন একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ভারতের উত্তরাঞ্চলীয় পাহাড়ি রাজ্যগুলির দিকে এগোবে। যার ফলে উত্তর ভারতে বৃষ্টিপাত হবে।
4/9
কিন্তু বাংলায় কেমন থাকবে দোলের দিনের আবহাওয়া ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর? দিল্লির মতো বৃষ্টি ভেজা দোল হবে না বাংলায়। অন্তত এখনও পর্যন্ত তেমনটাই আবহাওয়ার মতি-গতি।
5/9
শুক্রবার দোল। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে বলে আশা করা হচ্ছে। বেশিরভাগ এলাকায় বৃষ্টি হবে না। সপ্তাহ জুড়ে কলকাতায় রৌদ্রোজ্জ্বল এবং শুষ্ক আবহাওয়া থাকবে।
6/9
শহরের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই ট্রেন্ডই চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলেছে, সোমবার সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামবে পারদ।
7/9
দোল পূর্ণিমার পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তার আগে পর্যন্ত সকাল এবং রাতে তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। হোলির পর থেকে কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপরে তীব্র তাপদাহ চলবে।
8/9
আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং-এ সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে।
9/9
অর্থাৎ দোলে দক্ষিণবঙ্গে, আবহাওয়া শুষ্ক থাকবে, অন্যদিকে উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আইএমডি ।
Sponsored Links by Taboola