Hoogly: বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ চুঁচুড়ায়, বিধায়কের তৎপরতায় গ্রেফতার ৫
বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
1/10
বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার ভোতোয়।
2/10
খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার গিয়ে সেই গাছ কাটা আটকান। পুলিশ ডেকে ধরিয়ে দেন অভিযুক্তদের।
3/10
ঘটনায় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ শ্রীকান্ত দাস-সহ বেশ কয়েকজনকে আটক করেছে। বাজেয়াপ্ত হয়েছে গাছ কাটার সরঞ্জামও।
4/10
দেবানন্দপুরের ভোতো গ্রামে দেবদাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি আম বাগানে চুপিসারে গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ।
5/10
বিষয়টি স্থানীয়দের নজরে আলতেই তাঁরা বিধায়ক অসিত মজুমদারকে খবর দেন।
6/10
বিধায়ক অসিত মজুমদার দুয়ারে সরকারের ক্যাম্পে যাচ্ছিলেন, সেই পথেই ঘটনাস্থলে হাজির হন তিনি।
7/10
এর পর খবর পেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শের আলী খান ঘটনাস্থলে হাজির হন। হাতেনাতে পাকড়াও করেন পাঁচজনকে।
8/10
স্থানীয়রা জানাচ্ছেন, দেবানন্দপুর কাজিডাঙার বাসিন্দা শ্রীকান্ত দাসের বিরুদ্ধেএর আগেও একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে অধরাই ছিলেন অভিযুক্ত।
9/10
অভিযুক্ত শ্রীকান্ত দাসের দাবি, তার নিজের জমির আম গাছের ডালে পোকা ধরে শুকিয়ে যাচ্ছিল। তাই সেই ডাল ছাঁটছিলেন মাত্র।
10/10
ঘটনায় বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, তার বিধানসভা এলাকায় এরকম বহু গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। (ছবি ও তথ্য সৌরভ বন্দ্যোপাধ্যায়)
Published at : 02 Sep 2021 02:48 PM (IST)