Hoogly: বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ চুঁচুড়ায়, বিধায়কের তৎপরতায় গ্রেফতার ৫
বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার ভোতোয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার গিয়ে সেই গাছ কাটা আটকান। পুলিশ ডেকে ধরিয়ে দেন অভিযুক্তদের।
ঘটনায় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ শ্রীকান্ত দাস-সহ বেশ কয়েকজনকে আটক করেছে। বাজেয়াপ্ত হয়েছে গাছ কাটার সরঞ্জামও।
দেবানন্দপুরের ভোতো গ্রামে দেবদাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি আম বাগানে চুপিসারে গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ।
বিষয়টি স্থানীয়দের নজরে আলতেই তাঁরা বিধায়ক অসিত মজুমদারকে খবর দেন।
বিধায়ক অসিত মজুমদার দুয়ারে সরকারের ক্যাম্পে যাচ্ছিলেন, সেই পথেই ঘটনাস্থলে হাজির হন তিনি।
এর পর খবর পেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শের আলী খান ঘটনাস্থলে হাজির হন। হাতেনাতে পাকড়াও করেন পাঁচজনকে।
স্থানীয়রা জানাচ্ছেন, দেবানন্দপুর কাজিডাঙার বাসিন্দা শ্রীকান্ত দাসের বিরুদ্ধেএর আগেও একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে অধরাই ছিলেন অভিযুক্ত।
অভিযুক্ত শ্রীকান্ত দাসের দাবি, তার নিজের জমির আম গাছের ডালে পোকা ধরে শুকিয়ে যাচ্ছিল। তাই সেই ডাল ছাঁটছিলেন মাত্র।
ঘটনায় বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, তার বিধানসভা এলাকায় এরকম বহু গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। (ছবি ও তথ্য সৌরভ বন্দ্যোপাধ্যায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -