Durga Puja 2021: ভদ্রেশ্বরের অন্যতম প্রাচীন-ঐতিহ্যের পুজো, জাতীয় শক্তি সংঘ ষষ্ঠী থেকেই শুরু মাতৃ আরাধনা

pujo1

1/10
হুগলি জেলার ভদ্রেশ্বরে অন্যতম প্রাচীন এবং ঐতিহ্য মন্ডিত দুর্গাপুজো জাতীয় শক্তি সংঘ।
2/10
১৯৭২ সালে সূচনা হয়েছিল এই পুজোর। চলতি বছর সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে জাতীয় শক্তি সংঘা দুর্গা উৎসব।
3/10
পুজোর শুভ সূচনা করেন ভদ্রেশ্বর পৌরসভা পৌর প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম চমক ছিল লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রতিমার আবরণ উন্মোচন।
4/10
প্রতিমা নির্মাণ করেছেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। শুধু পুজো নয় বছর পর একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে এই ক্লাব।
5/10
স্বাস্থ্য পরীক্ষা শিবির বসে আঁকো প্রতিযোগিতা বইমেলার মত অনুষ্ঠান করেছে জাতীয় শক্তি সংঘ।
6/10
পুজো কমিটির সভাপতি জানিয়েছেন, 'বহুঘাত প্রতিঘাতের আল পথ পেরিয়ে আমরা এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করেছি। কোভিড-বিধি এবং সরকারি নির্দেশিকার জন্য আমরা আড়ম্বর কিছুটা কম করছি। চেষ্টা করেছি হুগলির সেরা পুজো শহরবাসীকে উপহার দিতে।
7/10
পুজোতে কঠোর করোনা বিধি মানা হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে গরীব মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। ক্লাব উদ্যোক্তারা ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, ভদ্রেশ্বর পৌরসভা, দমকল , চন্দননগর পুলিশ কমিশনাররেট, কেন্দ্রীয় দুর্গা পুজো কমিটিকে।
8/10
ষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ রীতিমত শুচিশুদ্ধ হয়ে।
9/10
কোথাও থিম, কোথাও সাবেকি প্রতিমা, মণ্ডপ সজ্জাতেও রকমারি বৈচিত্র্য, কড়া টক্কর। এ সবের স্বাদ নিতেই রাজপথে মানুষের ঢল৷ বিকেল গড়িয়ে সন্ধে নামতেই লম্বা হয়েছে লাইন। ঘড়ির কাঁটা যত এগিয়েছে মন্ডপে মণ্ডপে ততই ঊর্ধ্বমুখী হয়েছে ভিড়োমিটার।
10/10
পুজোর ক’টা দিন এভাবেই সবকিছু পাল্টে যায়৷ আলো, রঙ, রূপ, বর্ণ, গন্ধ। পাল্টা যায় জীবনের চেনা ছন্দটা৷ মা এসেছে যে৷ ঘরে ঘরে তাই আনন্দ৷
Sponsored Links by Taboola