Durga Puja 2021: ভদ্রেশ্বরের অন্যতম প্রাচীন-ঐতিহ্যের পুজো, জাতীয় শক্তি সংঘ ষষ্ঠী থেকেই শুরু মাতৃ আরাধনা
হুগলি জেলার ভদ্রেশ্বরে অন্যতম প্রাচীন এবং ঐতিহ্য মন্ডিত দুর্গাপুজো জাতীয় শক্তি সংঘ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৭২ সালে সূচনা হয়েছিল এই পুজোর। চলতি বছর সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে জাতীয় শক্তি সংঘা দুর্গা উৎসব।
পুজোর শুভ সূচনা করেন ভদ্রেশ্বর পৌরসভা পৌর প্রশাসক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম চমক ছিল লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রতিমার আবরণ উন্মোচন।
প্রতিমা নির্মাণ করেছেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। শুধু পুজো নয় বছর পর একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে এই ক্লাব।
স্বাস্থ্য পরীক্ষা শিবির বসে আঁকো প্রতিযোগিতা বইমেলার মত অনুষ্ঠান করেছে জাতীয় শক্তি সংঘ।
পুজো কমিটির সভাপতি জানিয়েছেন, 'বহুঘাত প্রতিঘাতের আল পথ পেরিয়ে আমরা এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করেছি। কোভিড-বিধি এবং সরকারি নির্দেশিকার জন্য আমরা আড়ম্বর কিছুটা কম করছি। চেষ্টা করেছি হুগলির সেরা পুজো শহরবাসীকে উপহার দিতে।
পুজোতে কঠোর করোনা বিধি মানা হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে গরীব মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। ক্লাব উদ্যোক্তারা ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, ভদ্রেশ্বর পৌরসভা, দমকল , চন্দননগর পুলিশ কমিশনাররেট, কেন্দ্রীয় দুর্গা পুজো কমিটিকে।
ষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ রীতিমত শুচিশুদ্ধ হয়ে।
কোথাও থিম, কোথাও সাবেকি প্রতিমা, মণ্ডপ সজ্জাতেও রকমারি বৈচিত্র্য, কড়া টক্কর। এ সবের স্বাদ নিতেই রাজপথে মানুষের ঢল৷ বিকেল গড়িয়ে সন্ধে নামতেই লম্বা হয়েছে লাইন। ঘড়ির কাঁটা যত এগিয়েছে মন্ডপে মণ্ডপে ততই ঊর্ধ্বমুখী হয়েছে ভিড়োমিটার।
পুজোর ক’টা দিন এভাবেই সবকিছু পাল্টে যায়৷ আলো, রঙ, রূপ, বর্ণ, গন্ধ। পাল্টা যায় জীবনের চেনা ছন্দটা৷ মা এসেছে যে৷ ঘরে ঘরে তাই আনন্দ৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -