Hooghly: করোনা অতিমারীর প্রকোপ খানিক কমতেই খুলে গেল হুগলির চার পর্যটন কেন্দ্র

খুলে গেল পর্যটন কেন্দ্র

1/10
আনুষ্ঠানিকভাবে খুলে গেল হুগলি জেলা পরিষদের অধীনে থাকা চারটি পর্যটন কেন্দ্র।
2/10
সাধারণ মানুষের জন্য খোলা হল সিঙ্গুর থানার অন্তর্গত নিউ দিঘা পর্যটন কেন্দ্র, পোলবার সুয়াখাল পর্যটন কেন্দ্র, খানাকুলের রাজা রামমোহন পর্যটন কেন্দ্র এবং গোঘাটের গড়মান্দারণ পর্যটন কেন্দ্র।
3/10
বুধবার এই চার পর্যটন কেন্দ্র সাধারণের জন্য খুলে দিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান।
4/10
নিউ দিঘা পর্যটন কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ কর্মাধ্যক্ষ সভাপতি মনোজ চক্রবর্তী।
5/10
উপস্থিত ছিলেন জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা।
6/10
করোনা অতিমারীর কারণে গত বছর মার্চ মাস থেকেই পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়।
7/10
আজ পর্যটন কেন্দ্র পুনরায় খোলার চারদিন আগে থেকে ভেতরে স্যানিটাইজেশন চলেছে।
8/10
পর্যটন কেন্দ্র খোলা হলেও পার্কে ঢোকার ক্ষেত্রে পর্যটকদের মাস্ক পরার সঙ্গে সমস্ত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।
9/10
একটানা পর্যটন কেন্দ্রগুলি বন্ধ থাকলেও ভেতরে নিয়মিত পরিচর্যার কাজ চলেছে।
10/10
সম্প্রতি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় রাজ্য সরকারের অনুমতিক্রমে পুনরায় তা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি)
Sponsored Links by Taboola