Train Disruption: সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া-তারকেশ্বর শাখায় বহু লোকাল বাতিল
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ রাত সাড়ে ১০টা থেকে আগামীকাল বেলা ১২টা ৫৫ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে।
ফাইল ছবি
1/8
হুগলির শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওয়ার ব্লক।
2/8
আজ ও কাল হাওড়া-তারকেশ্বর শাখায় বহু লোকাল বাতিল করা হয়েছে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা।
3/8
পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-তারকেশ্বর শাখায় শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে আরসিসি বক্স লাগানোর জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে।
4/8
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ রাত সাড়ে ১০টা থেকে আগামীকাল বেলা ১২টা ৫৫ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে।
5/8
সেইসঙ্গে শেওড়াফুলি থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্তও পাওয়ার ব্লক করা হবে।
6/8
তার জেরে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট আপ ট্রেন বাতিল করা হয়েছে।
7/8
পাশাপাশি গোঘাট, তারকেশ্বর, আরামবাগ থেকে হাওড়া ডাউন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
8/8
তবে যাত্রী দুর্ভোগ কমাতে আগামীকাল সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
Published at : 27 May 2023 11:48 AM (IST)