Organ Donation: অঙ্গদানে বাড়ুক সচেতনতা, চন্দননগরে অভিনব লেজ়ার শোয়ের মাধ্যমে বার্তা বেসরকারি হাসপাতালের
অঙ্গদান। মহৎ এই কাজ আজ অনেকের জীবনে আশার সঞ্চার করেছে। কারণ, জীবনদানের মতো গুরুত্বপূর্ণ কাজ আর কী হতে পারে ? জগদ্ধাত্রী পুজোর আবহে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরে মানুষকে সচেতন করে তোলার অভিনব উদ্যোগ নিয়েছে Narayana Health।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউৎসবপ্রেমী বাঙালির কাছে পুজোর আনন্দের মাঝেই সামাজিক বার্তা দেওয়ার মতো প্ল্যাটফর্ম আর কিছু হতে পারে না। সেকথা বিলক্ষণ বোঝে Narayana Health। তাই, জগদ্ধাত্রীপুজোর আমেজে প্রাণ সঞ্চার করতে চন্দননগরের মধ্যাঞ্চলে আসাধারণ লেজ়ার শো-এর আয়োজন করেছে সংস্থা।
চার দিন-ব্যাপী এই লেজ়ার শোয়ের থিম ‘মনে রেখো’। একই থিম বেছে নেওয়া হয়েছে পুজো মণ্ডপের জন্যও। যে লেজ়ার শোয়ের মাধ্যমে পুরাণের নানা গল্পের সঙ্গেই অঙ্গদানের মতো গুরুত্বপূর্ণ বার্তাকে তুলে ধরা হয়েছে।
‘মনে রেখো’ একটি নতুন ধরনের উদ্যোগ। অঙ্গদান নিয়ে প্রচারের উদ্দেশ্যে এই ধরনের অভিযান আগে দেখা যায়নি। সমস্ত পরিকল্পনা ও ভাবনায় নারায়ণা হেল্থ।
এই লেজ়ার শোয়ের মাধ্যমে অঙ্গদানের মাধ্যমে যাঁরা জীবনদান করেছেন কোনও মানুষকে, তাঁদের ত্যাগ ও সাহসকে কুর্নিশ জানানো হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে অঙ্গদানে এগিয়ে আসার জন্য।
১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর, সন্ধে ৬টা থেকে চন্দননগরের মধ্যাঞ্চলে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে অভিনব এই উপস্থাপনার। যা বাংলার সংস্কৃতির উদযাপনের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক সচেতনতার গড়ে তোলারও এক অন্য ধারার প্রচেষ্টা।
অনুষ্ঠানটির ভাষ্যপাঠ করেছেন মীর। স্বভাবতই অনুষ্ঠানের নতুনত্ব চোখ টেনেছে আমজনতার।
কিন্তু কেন এমন উদ্যোগ ? সংস্থার তরফে জানানো হয়েছে, কোনও একটি উৎসবকে কেন্দ্র করে অঙ্গদানের গুরুত্বকে মানুষের মনে গেঁথে দেওয়াই মূল লক্ষ্য। সেই সঙ্গে শোয়ের এই মনকাড়া গল্পের মধ্যে ফুটে ওঠা অঙ্গদান এবং প্রাণ বাঁচানোর বার্তা, উদ্বুদ্ধ করবে সকলকে। যাতে তাঁরাও কারও জীবনের আশার প্রদীপ হিসেবে দেখা দিতে পারেন।
কেউ এই উদ্যোগ ও প্রক্রিয়ার অংশ হতে চাইলে নারায়ণা হেল্থের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করিয়ে অঙ্গদানের জন্য এগিয়ে আসতে পারেন। নোটো-র মাধ্যমে অস্ত্রোপচার নিয়ে ভাবনাচিন্তা করেন যাঁরা, তাঁদের সঙ্গে পরিচয় ও যোগাযোগের ব্যবস্থাও করে দেওয়া হবে এর পরেই।
অনুষ্ঠান প্রসঙ্গে Narayana Health গ্রুপের সিওও আর ভেঙ্কটেশ বলেন, “আমরা বিশ্বাস করি ‘মনে রেখো’ শুধু যোগাযোগ স্থাপনেরই কাজ করবে না, সেই সঙ্গে মানুষকে অঙ্গদানের মতো মহান কাজে ব্রতী হতে অনুপ্রেরণা দেবে। এই লেজ়ার শো’টি আসলে সবার কাছে আর্জি জানাচ্ছে, অঙ্গদানে অংশ হওয়ার পাশাপাশি মানুষকে সাহায্য করার উদ্যোগে শামিল হতে। এঁরা অন্য কোনও মানুষের আশার আলো হয়ে উঠতে পারবেন। ভবিষ্যতে সেই মানুষের মধ্যে দিয়ে তিনিও জীবিত থাকবেন বহু দিন।”
- - - - - - - - - Advertisement - - - - - - - - -