Pappu Poster: 'পাপ্পু' লেখা পোস্টার নিয়ে উত্তরপাড়ায় মিছিল তৃণমূলের
হুগলির উত্তরপাড়ায় পাপ্পু পোস্টার নিয়ে সাতসকালে আজ তৃণমূলের মিছিল। 'উনি আসাতে অপবিত্র হয়েছে, তাই গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ধিক্কার মিছিল' কর্মসূচি পালন করল তৃণমূল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপাড়ায় আজকে সকালে তৃণমূল নেতা কর্মীদের গলায় 'পাপ্পু' পোস্টার নিয়ে মিছিলের ইস্যুতে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডি-সিবিআই দ্বারা যেভাবে রাজনৈতিক দলগুলিকে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে উনি বলেছেন, দেশের সবচেয়ে বড় পাপ্পু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
২ তারিখ, টানা দুই দফায় জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে টানা সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেরিয়েই এদিন বিজেপির কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের যুবরাজ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে অভিষেক বলেন, 'দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ।'
সোশ্যাল মিডিয়ায় অমিত শাহকে 'পাপ্পু' বলে উল্লেখ করে প্রচার শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুধু লেখালেখি নয়, শাহের ছবি বসিয়ে তার পাশে 'দেশের সবচেয়ে বড় পাপ্পু' লিখে বিলি হচ্ছে। সেটা পরে ফেসবুকে ছবিও তুলছেন সকলে।
এই প্রচারে গত কয়েকদিনের বিতর্কিত পরিস্থিতি শেষে জহর যোগ নজর কেড়েছে সবার। রবিবার ট্যুইটারে 'পাপ্পু' টি-শার্টের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'কলকাতায় এটি ভাইরাল। বাংলা প্রথম থেকেই জানত, যাবতীয় তর্জন-গর্জনের পিছনে, আসলে পাপ্পুই'।
তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক বলেছেন, বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা, বিরোধী দল নেতা, সর্ব ভারতীয় সহ সভাপতি, লোকাল নেতারা পর্যন্ত , এরা মিথ্যে কথা বারবার বলে মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাঁদের মিথ্যে কথাগুলির উত্তর দেওয়ার জন্যই আমরা আগামীকাল একটি সভা করব।
বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন,' তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ১১ বছর ধরে যেভাবে দুর্নীতি করেছে, সাধারণ মানুষ সেটা দেখছে। আর এদের এই দুর্নীতি যদি গঙ্গা জল দিয়ে ধুতে হয়, তাহলে আমার তো মনে হয়, শুধু আমাদের পশ্চিমবঙ্গের কেন, গঙ্গার জল যেখানে যেখানে আছে, সব শুকিয়ে যাবে।
১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। তার আগে তমলুকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের জনসভা। 'গত পরশু খোকাবাবু ডাক পেয়েছিলেন। বেরিয়ে অমিত শাহকে বলছেন পাপ্পু! নিজে ব্যাটা আপ্পু, অমিত শাহ নাকি পাপ্পু।' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্ত মজুমদারের।
বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেছেন,এদের দুর্নীতি ধুতে গেলে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গঙ্গার জল ঢালতে হবে দুবাই, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর সমস্ত জায়গায়। ছেয়ে গিয়েছে তৃণমূলের দুর্নীতি। সুতরায়, এদের ওশব নাটক করে কিছু লাভ নেই। কিছু একটা বলতে হবে, নিজেদের দুর্নীতি ঢাকতে হবে মানুষের কাছে, মানুষের কাছে একটা বক্তব্য রেখে সেফগার্ড তৈরি করতে হবে, এই খেলাতেই এখন মেতেছে তৃণমূল।'
সিপিএম নেতা শমীক লাহিড়ি আবার বলেন, 'কে যে কখন কার পাপ্পু, এটা বলা মুশকিল ! কখনও দেখি দোস্তি, কখনও আবার লোক দেখানো কুস্তি। দুই দিন হয়তো কুস্তি হবে, তার বার কবে দোস্তি হবে, ঠিক আছে ! বোঝাপড়া না থাকলে তৃণমূলের গোটা মন্ত্রিসভার জেলে চলে যাওয়ার কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -