Rishra Violence : 'যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো' গতকাল রাতের অশান্তির পরে রিষড়ার ছবিটা কেমন ?
রিষড়ার চার নম্বর রেল গেট এলাকাজুড়ে গতকাল রাতের তাণ্ডবের চিহ্ন। রেল গেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টসের ছাউনি ক্ষতিগ্রস্ত ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো। রেললাইন থেকে তুলে পাথর ছোড়া হয়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
রাতে নতুন করে অশান্ত রিষড়া। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি, ব্যাপক বোমাবাজি।
পুলিশকে লক্ষ্য করেও একের পর এক ইট, পাথরের টুকরো ছোড়া হয়।
গতকাল রাত সাড়ে ৮টা থেকে রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় দফায় দফায় গন্ডগোল হয়। রেললাইনে নেমে কার্যত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।
পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। শেষপর্যন্ত র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।
অশান্তির জেরে রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল মেইন লাইনে কার্যত স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও দূরপাল্লার ট্রেন।
শ’য়ে শ’য়ে মানুষ আটকে পড়েন। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।
প্রায় তিন ঘণ্টা পর, রাত সোয়া ১টা নাগাদ হাওড়া থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। গতকালের তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ।
আজও এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -