Rishra Violence : 'যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো' গতকাল রাতের অশান্তির পরে রিষড়ার ছবিটা কেমন ?

Hooghly Rishra Violence: যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো। রেললাইন থেকে তুলে পাথর ছোড়া হয়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

Rishra Violence : 'যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো' গতকাল রাতের অশান্তির পরে রিষড়ার ছবিটা কেমন ?

1/11
রিষড়ার চার নম্বর রেল গেট এলাকাজুড়ে গতকাল রাতের তাণ্ডবের চিহ্ন। রেল গেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টসের ছাউনি ক্ষতিগ্রস্ত ।
2/11
যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো। রেললাইন থেকে তুলে পাথর ছোড়া হয়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
3/11
রাতে নতুন করে অশান্ত রিষড়া। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি, ব্যাপক বোমাবাজি।
4/11
পুলিশকে লক্ষ্য করেও একের পর এক ইট, পাথরের টুকরো ছোড়া হয়।
5/11
গতকাল রাত সাড়ে ৮টা থেকে রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় দফায় দফায় গন্ডগোল হয়। রেললাইনে নেমে কার্যত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।
6/11
পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।
7/11
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। শেষপর্যন্ত র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।
8/11
অশান্তির জেরে রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল মেইন লাইনে কার্যত স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও দূরপাল্লার ট্রেন।
9/11
শ’য়ে শ’য়ে মানুষ আটকে পড়েন। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।
10/11
প্রায় তিন ঘণ্টা পর, রাত সোয়া ১টা নাগাদ হাওড়া থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। গতকালের তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ।
11/11
আজও এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা।
Sponsored Links by Taboola