Durga Puja 2021: ২৫০ বছর পার, চণ্ডীতলা জনাই রাজবাড়িতে শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
আজ তৃতীয়া। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সর্বত্র প্রস্তুতি শেষ। বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসময় পাল্টেছে সময়ের নিয়মে। কিন্তু প্রথা মেনে ২৫০ বছর ধরে পুজো হয়ে আসছে বংশপরম্পরায়।
হুগলির জনাই রাজবাড়ির পুজো হয় বৈষ্ণব মতে। হয় না কোনও আমিষ ভোগ। রাজ্যপাট না থাকলেও হারায়নি সহজাত আভিজাত্য৷
হুগলির চণ্ডীতলা জনাই রাজবাড়ির পুজো আনুমানিক ২৫০ বছরের পুরনো। পুজোর সূচনা করেছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। পুজোর পরিচিতি কালীবাবুর পুজো নামে।
পলাশীর যুদ্ধের সময় তৈরি হয় এই রাজবাড়ি। তৎকালীন ব্রিটিশের সঙ্গে সুসম্পর্ক ছিল কালীবাবুর। কালীবাবু অনেকদিন ভাগলপুরের দেওয়ান হিসেবে ছিলেন, জন্মস্থান বেনারস।
উনি জনাইতেই বসবাস করতেন। এলাকার শ্মশানের একটি অংশে রাজবাড়ি তৈরি করেন কালীপ্রসাদ।
কথিত আছে, সাধনা করে এখানেই তিনি দেবী দুর্গার দর্শন পেয়েছিলেন। তারপরই শুরু করেছিলেন আরাধনা। সেই থেকে প্রথা মেনে বংশপরম্পরায় হয়ে আসছে পুজো।
এবারে পুজো হচ্ছে কালীপ্রসাদ মুখোপাধ্যায় এর সপ্তম উত্তরাধিকারী কুমার সোহন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে।
পরিবারের সদস্যদের দাবি, এক সময় এই বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
এখানে হয়েছে বহু বাংলা সিনেমার শুটিং হয়। বৈষ্ণব মতে দুর্গা পুজো হয় এখানে। হয় না কোনও আমিষ ভোগ। রাজবাড়ির সদস্যদের পাশাপাশি, পুজোয় অংশ নেন এলাকার বাসিন্দারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -