Durga Puja 2021: ২৫০ বছর পার, চণ্ডীতলা জনাই রাজবাড়িতে শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

চণ্ডীতলা জনাই রাজবাড়ি

1/10
আজ তৃতীয়া। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সর্বত্র প্রস্তুতি শেষ। বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজো।
2/10
সময় পাল্টেছে সময়ের নিয়মে। কিন্তু প্রথা মেনে ২৫০ বছর ধরে পুজো হয়ে আসছে বংশপরম্পরায়।
3/10
হুগলির জনাই রাজবাড়ির পুজো হয় বৈষ্ণব মতে। হয় না কোনও আমিষ ভোগ। রাজ্যপাট না থাকলেও হারায়নি সহজাত আভিজাত্য৷
4/10
হুগলির চণ্ডীতলা জনাই রাজবাড়ির পুজো আনুমানিক ২৫০ বছরের পুরনো। পুজোর সূচনা করেছিলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। পুজোর পরিচিতি কালীবাবুর পুজো নামে।
5/10
পলাশীর যুদ্ধের সময় তৈরি হয় এই রাজবাড়ি। তৎকালীন ব্রিটিশের সঙ্গে সুসম্পর্ক ছিল কালীবাবুর। কালীবাবু অনেকদিন ভাগলপুরের দেওয়ান হিসেবে ছিলেন, জন্মস্থান বেনারস।
6/10
উনি জনাইতেই বসবাস করতেন। এলাকার শ্মশানের একটি অংশে রাজবাড়ি তৈরি করেন কালীপ্রসাদ।
7/10
কথিত আছে, সাধনা করে এখানেই তিনি দেবী দুর্গার দর্শন পেয়েছিলেন। তারপরই শুরু করেছিলেন আরাধনা। সেই থেকে প্রথা মেনে বংশপরম্পরায় হয়ে আসছে পুজো।
8/10
এবারে পুজো হচ্ছে কালীপ্রসাদ মুখোপাধ্যায় এর সপ্তম উত্তরাধিকারী কুমার সোহন মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে।
9/10
পরিবারের সদস্যদের দাবি, এক সময় এই বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
10/10
এখানে হয়েছে বহু বাংলা সিনেমার শুটিং হয়। বৈষ্ণব মতে দুর্গা পুজো হয় এখানে। হয় না কোনও আমিষ ভোগ। রাজবাড়ির সদস্যদের পাশাপাশি, পুজোয় অংশ নেন এলাকার বাসিন্দারা।
Sponsored Links by Taboola