Mohun Bagan Supporter's Marriage : মেনুতে পালতোলা নৌকো, সবুজ-মেরুন গেট আর জার্সি গায়ে বর
মেনু কার্ড থেকে ফুলের সাজ সবই সবুজ মেরুন। এমনকী বিয়ের কনের সাজেও সবুজ মেরুনের ছোঁয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফুটবল-জ্বর খেলার মাঠ ছাড়িয়ে গেরস্থালিতে। কারও মন সবুজ মেরুনে। কেউ লাল হলুদ। জার্সি গায়ে সমর্থকদের হুল্লোড়, মাঠজুড়ে স্লোগান - এই হল বাঙালির ফুটবল আবেগ। কিন্তু সেই আবেগের রেশ এবার বিয়েতেও। সবু-মেরুন দলের ডাই-হার্ড ভক্ত নিজের বিয়ের থিমও রাখলেন মোহনবাগান।
খাঁটি মোহনবাগানী বিয়ে। বাড়ির সামনে সাজানো সবুজ-মেরুন সামিয়ানা। বিয়েতে প্রিয় দলের পতাকার রঙে প্যান্ডেল যেমন সাজিয়েছেন।
iতেমনই আলোকসজ্জাতেও রয়েছে বাগানী-আবেগ। মেনু কার্ড থেকে সাজসজ্জা সবেতেই সবুজ মেরুনের ছোঁয়া।
পান্ডুয়ার বৈঁচি গ্রামের বিশ্বজিৎ মুখোপাধ্যায় ছেলেবেলা থেকেই মোহনবাগান ক্লাবের সমর্থক। গত ৪ মার্চ ছিল বিয়ে । ৬ মার্চ হয় রিসেপশন। প্রিয় দলের থিম রং সবুজ মেরুন।
সবুজ মেরুন কাপড় দিয়ে সাজানো মণ্ডপ। সবুজ মেরুন আলোকসজ্জায় সেজে উঠেছিল মণ্ডপ।
বিশ্বজিৎ নিজে অতিথি অভ্যাগতদের স্বাগত জানান মোহনবাগানের জার্সি পরে। আইএসএলে মোহনবাগান ভাল অবস্থায় রয়েছে।
বাড়িতে থাকলে মোহনবাগানের খেলা মিস করেন না বিশ্বজিৎ। কিন্তু অফিসে থাকলে খেলা দেখা হয় না । তখন তাঁকে খেলার আপডেট দেন তার স্ত্রী পিয়ালী।
মোহনবাগান বাড়িতে এমন অভিনব বিয়ের অনুষ্ঠানে হাজির অতিথিরা বেশ আনন্দ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -