Vande Bharat Express: চোখের পলকে বিহার যাত্রা, কবে থেকে শুরু হাওড়া-পাটনা বন্দে ভারতের পরিষেবা?
এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছনো যাবে।
হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির পর এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। গতকাল সকাল ৮টায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে।
এরপর পাটনা সিটি স্টেশন, মোকামা স্টেশন,লক্ষ্মীসরাই,জসিডি হয়ে আসানসোল স্টেশনে পৌঁছয়।
বেলা ১২টা ১৫ মিনিটে পাঁচ মিনিট পর ফের যাত্রা শুরু।হাওড়া স্টেশনে পৌঁছয় দুপুর আড়াইটে নাগাদ।
হাওড়া থেকে পাটনা যেতে সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা।
এদিনের ট্রায়াল রানে শুধুমাত্র রেল আধিকারিকরাই যাত্রী হিসেবে ছিলেন।
রেল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
শনিবারই ট্রেনটি ফের পাটনায় ফিরে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -