Vande Bharat Express: চোখের পলকে বিহার যাত্রা, কবে থেকে শুরু হাওড়া-পাটনা বন্দে ভারতের পরিষেবা?

Howrah News: রেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছনো যাবে।

ফাইল ছবি

1/10
এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
2/10
রেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছনো যাবে।
3/10
হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির পর এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
4/10
শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। গতকাল সকাল ৮টায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে।
5/10
এরপর পাটনা সিটি স্টেশন, মোকামা স্টেশন,লক্ষ্মীসরাই,জসিডি হয়ে আসানসোল স্টেশনে পৌঁছয়।
6/10
বেলা ১২টা ১৫ মিনিটে পাঁচ মিনিট পর ফের যাত্রা শুরু।হাওড়া স্টেশনে পৌঁছয় দুপুর আড়াইটে নাগাদ।
7/10
হাওড়া থেকে পাটনা যেতে সময় লাগে সাড়ে ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা।
8/10
এদিনের ট্রায়াল রানে শুধুমাত্র রেল আধিকারিকরাই যাত্রী হিসেবে ছিলেন।
9/10
রেল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
10/10
শনিবারই ট্রেনটি ফের পাটনায় ফিরে যায়।
Sponsored Links by Taboola