Howrah Puri Vande Bharat: হাওড়া-পুরী রুটে ছুটবে বন্দে ভারত, শুরু ট্রায়াল রান
এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। শুধু তাই নয়, একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাওড়া - নিউ জলপাইগুড়ির পর, এবার খুব শিগগির হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আজ সকালে হয়ে গেল তার ট্রায়াল রান।
এদিন সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে। পুরী পৌঁছবে দুপুর বারোটা ৩৫-এ। অর্থাৎ সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিট।
আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। রাত সাড়ে ৮-টায় পৌঁছবে হাওড়া।
তবে, ১৬ কোচের এই বন্দে ভারতে কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর, সব ঠিক থাকলে, মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা।
এদিন সকাল ৬টা ১০-এ হাওড়া থেকে ছাড়ার পর, দেড় ঘণ্টারও কম সময়ে, ৭টা ৩৮-এ খড়গপুর স্টেশনে পৌঁছয় বন্দে ভারত।
ট্রেনের গতিবেগ ১৩০ কিলোমিটার ছিল বলে সূত্রের খবর। হাওড়া-পুরী যাত্রাপথে শুধমাত্র খড়গপুর স্টেশনেই বন্দে ভারত থামবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
এই পরীক্ষামূলক সফর সফল হলে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় পরীক্ষামূলক সফর। সেই পরীক্ষায় পাস করে গেলেই শুরু হবে যাত্রী পরিষেবা, খবর সূত্রের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -