Howrah Puri Vande Bharat: হাওড়া-পুরী রুটে ছুটবে বন্দে ভারত, শুরু ট্রায়াল রান

Bharat Express: এবার খুব শিগগির হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আজ সকালে হয়ে গেল তার ট্রায়াল রান।

ফাইল ছবি

1/8
এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী। শুধু তাই নয়, একই দিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে।
2/8
হাওড়া - নিউ জলপাইগুড়ির পর, এবার খুব শিগগির হাওড়া - পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আজ সকালে হয়ে গেল তার ট্রায়াল রান।
3/8
এদিন সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে। পুরী পৌঁছবে দুপুর বারোটা ৩৫-এ। অর্থাৎ সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিট।
4/8
আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। রাত সাড়ে ৮-টায় পৌঁছবে হাওড়া।
5/8
তবে, ১৬ কোচের এই বন্দে ভারতে কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ-পূর্ব রেল সুত্রের খবর, সব ঠিক থাকলে, মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা।
6/8
এদিন সকাল ৬টা ১০-এ হাওড়া থেকে ছাড়ার পর, দেড় ঘণ্টারও কম সময়ে, ৭টা ৩৮-এ খড়গপুর স্টেশনে পৌঁছয় বন্দে ভারত।
7/8
ট্রেনের গতিবেগ ১৩০ কিলোমিটার ছিল বলে সূত্রের খবর। হাওড়া-পুরী যাত্রাপথে শুধমাত্র খড়গপুর স্টেশনেই বন্দে ভারত থামবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
8/8
এই পরীক্ষামূলক সফর সফল হলে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় পরীক্ষামূলক সফর। সেই পরীক্ষায় পাস করে গেলেই শুরু হবে যাত্রী পরিষেবা, খবর সূত্রের।
Sponsored Links by Taboola