Howrah Grafitti : দেওয়ালজুড়ে সহজপাঠ, সালকিয়ার এই পাড়ায় থমকে দাঁড়াচ্ছেন পথচলতিরা
এ যেন এক অন্যরকমের কবি-প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য। সঙ্গে সম্মান জানানো বাংলার প্রখ্যাত সাহিত্যিকদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহজপাঠের বিভিন্ন ছবিতে ভরে উঠেছে দেওয়াল। আঁকার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্যের পাশাপাশি সৌন্দর্যায়নের বার্তা।
কবিগুরুর পাশাপাশি অন্যান্য সাহিত্যিকদের কথায় ও আঁকায় ভরে উঠেছে দেওয়াল।
স্থান হাওড়ার ১০ নম্বর ওয়ার্ডে সালকিয়া হিন্দু স্কুলের কাছে ১৪ নম্বর গলি ।
আঁকার পাশাপাশি নর্দমার উপর একাধিক টব বসিয়ে সবুজায়নের চেষ্টা এলাকাজুড়ে।
এলাকার নান্দনিকতা বাড়াতে ও অন্যরকম কিছু করার বার্তা দিতে স্থানীয় এক সংগঠন কাজ শুরু করে। যে উদ্যোগে সামিল কচি-কাঁচারাও।
প্রাথমিক পর্বের কাজের পর আরও দেওয়ার জুড়ে চলছে আঁকার কাজ। যা আগামী ২৫ বৈশাখ পর্যন্ত চলবে।
সালকিয়া এলাকায় জল-জমার সমস্যা দীর্ঘদিনের। স্থানীয়দের কথায় সমস্যার মূলে একটি খাটাল। যদিও সমস্যা দ্রুত মিটবে বলেই প্রত্যাশা।
জল জমা থেকে মুক্তির জন্য হাওড়ার Water Treatment Plant-এর জন্য ২৮০ কোটি টাকা স্যাংশন হয়েছে বলেই জানিয়েছেন হাওড়া প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।
পুরসভার তরফে উদ্যোগের আগেই স্থানীয়রা যেভাবে সৌন্দর্যায়ন ও সাহিত্যিকদের শ্রদ্ধার্ঘ্যের পথ বেছে নিয়েছেন তা নজর কাড়ছে সকলেরই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -