Howrah Violence: হাওড়াকাণ্ডে বিরোধীদের প্রশ্নের মুখে শাসকদল, কী প্রতিক্রিয়া শুভেন্দুদের ?
অভিষেক বলেন, “চারটে গাইডলাইন দেওয়া হয়েছিল, একটাও মানা হয়নি।’’কোমরে পিস্তল গুঁজে রামনবমীর মিছিলে কেন, ভিডিও দেখিয়ে প্রশ্ন অভিষেকের। প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখ্যমন্ত্রী বলেছেন, ' ধর্ম কখনও অশান্তিকে প্রশ্রয় দেয় না, ধর্ম শান্তির কথা বলে, কিন্তু বিজেপির এটা প্ল্যান ছিল, যেমন করে হোক দাঙ্গা লাগাবে। গতকাল বিজেপি দেশের প্রায় ১০০ টা জায়গায় করে। হাওড়ার ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক।'
হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিল ঘিরে সংঘর্ষের পর গতকাল ফের অশান্তি। ইটবৃষ্টির পাশাপাশি, শুরু হয়েছিল বিক্ষোভ। র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। শিবপুরে অশান্তির ঘটনায় সুকান্ত মজুমদার ফোন অমিত শাহর। রাজ্য বিজেপির সভাপতিকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবর নেন তিনি।
শুভেন্দু ট্যুইটে বলেছেন, 'রাজভবন চোখ-কান খোলা রাখবে, এটা শুনে ভাল লাগছে। এবার দুষ্কৃতীদের ধরতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।'নাম না করেই 'পিসি ও ভাইপোকে' প্রশ্নের সামনে রেখেছেন তিনি।ট্যুইটে তিনি বিস্ফোরক অভিযোগ জানিয়ে বলেন,' রামনবমীর দিন পিসি এবং ভাইপো ধর্না করেছিলেন। মুখ্যমন্ত্রী হিন্দুদের উৎসবে ধর্না করেন এবং অন্যান্য ধর্মের উৎসবে ছুটি দেন। কীভাবে তিনি নিজেকে হিন্দু বলে দাবি করেন ? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।
হাওড়াকাণ্ডে কড়া বিবৃতি জারি করলেন রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস। এদিন বিবৃতিতে তিনি উল্লেখ করেন, 'মানুষকে বোকা বানাতে পারবে ভেবে যারা হিংসার আশ্রয় নেয় তাড়াতাড়ি বুঝতে পারবে তারা মুর্খের স্বর্গে বাস করছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। রামনবমীর দিন জনগণের সম্পত্তিতে আগুন লাগানো প্ররোচনামূলক। ধর্ম রক্ষায় লঙ্কায় আগুন লাগিয়েছিলেন হনুমান।'
হিংসার ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
তবে গতকাল থেকেই সক্রিয়ভাবে হাওড়ার অলিতে গলিতে টহল দিচ্ছে। যাতে কোনওভাবেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
হাওড়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে রাজভবন (Raj Bhavan)। রাজভবনের তরফে জারি করা কড়া বিবৃতিতে বলা হয়েছে, হাওড়ার পরিস্থিতি পর্যালোচনার জন্য় রাজ্য়পাল ও মুখ্য়মন্ত্রীর মধ্য়ে কথা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতীদের। পরিবারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার জন্য় রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্য়পাল। আর এই ইস্যুতেই এদিন ফের ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু ট্যুইটে বলেছেন, 'রাজভবন চোখ-কান খোলা রাখবে, এটা শুনে ভাল লাগছে। এবার দুষ্কৃতীদের ধরতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।'
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, 'ধর্মের নামে কেউ পলিটিক্যাল মাইলেজ নেবে এটা আমি বিশ্বাস করি না। সব জায়গাতেই কয়েকটা ক্রিমিনাল ঢুকে যায়, যারা এই বদমাইশিটা করে। যেখানে ইন্ধন থাকে রাজনীতিকে যাঁরা নোংরামিতে পরিণত করছে, তাঁদের ইন্ধন।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -