HS Result 2025: ৭ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, wb12.abplive.com-এ কীভাবে দেখবেন রেজাল্ট?
WBCHSE: পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত ৩ মার্চ থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ।
ফাইল ছবি
1/10
আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে। বেলা সাড়ে ১২টায় ফলপ্রকাশ। দুপুর ২টো থেকে জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
2/10
সোমবার বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
3/10
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও ফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা।
4/10
রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ফল প্রকাশের পরের দিন নিজের স্কুল থেকে মার্কশিট পাবেন ছাত্র-ছাত্রীরা।
5/10
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন।
6/10
wb12.abplive.com-এ ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিলেই জানা যাবে ফল।
7/10
গত ৩ মার্চ থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি।
8/10
গতবারের তুলনায় অনেকটাই কম পরীক্ষার্থী ছিল উচ্চমাধ্যমিকে। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসেনি অনেক পড়ুয়া।
9/10
পুরনো নিয়মে এ বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দুবার হবে পরীক্ষা।
10/10
উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য এবছর প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ছিল মেটাল ডিটেক্টর। প্রত্যেক ভেন্যুতে অন্তত ২টি করে CC ক্যামেরা।
Published at : 29 Apr 2025 07:50 AM (IST)