Ice Fuchka : ফুচকায় তেঁতুল জলে বরফ-কুচি ! প্রবল গরমে জুড়োচ্ছে গলা, কোথায় পাবেন?

Ice Fuchka : ক্রেতা টানতে, অভিনব ভাবনা ব্য়ারাকপুরের ফুচকা বিক্রেতাদের। বরফ ফুচকা!

Ice Fuchka : ফুচকায় তেঁতুল জলে বরফ-কুচি ! প্রবল গরমে জুড়োচ্ছে গলা, কোথায় পাবেন?

1/9
জ্বালাপোড়া গরম। তার ওপর দেখা নেই বৃষ্টির। এই গরমে ফুচকা-তেলেভাজা থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই।
2/9
তাই, ক্রেতা টানতে, অভিনব ভাবনা ব্য়ারাকপুরের ফুচকা বিক্রেতাদের। বরফ ফুচকা!
3/9
image 2
4/9
ফুচকায় তেতুল জলে মেশানো হচ্ছে বরফ। প্রচণ্ড গরমে, ঠান্ডা ফুচকা মুখে দিয়ে স্বস্তি ফুচকা প্রেমীদের।
5/9
ব্য়ারাকপুর স্টেশনে দেদার বিক্রি হচ্ছে বরফ ফুচকা!
6/9
মুচমুচে ফুচকার মধ্যে বরফ-ঠান্ডা জলে জ্বালা জুড়োচ্ছে ফুচকা প্রেমীদের।
7/9
বরফ মেশানোর পর ফুচকার টেস্ট কি আগের মতোই আছে ? অনেকেই বললেন দুর্দান্ত ! চটপটা তেঁতুলের সঙ্গে শীতলতার শান্তি - দুই ই মিলছে।
8/9
ফুচকাওয়ালাও দারুণ খুশি, এই গরমে হু হু করে বিকোচ্ছে ফুচকা।
9/9
ব্যারাকপুর স্টেশনের বাইরে ভিড় তো হচ্ছেই, বহু মানুষ আসছেন অন্য জায়গা থেকেও।
Sponsored Links by Taboola