West Bengal Weather Update: আলিপুরদুয়ারে বৃষ্টির লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গে কী বাড়বে গরম?
উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের সম্ভাবনা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলার দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী এবং প্রবল বর্ষণ হতে পারে।(ছবি সৌজন্য-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। এই জেলাগুলির দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।(ছবি সৌজন্য-পিটিআই)
হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলির একটি কিংবা দুটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।(ছবি সৌজন্য-পিটিআই)
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায়।(ছবি সৌজন্য-পিটিআই)
শনিবার পর্যন্ত ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।(ছবি সৌজন্য-পিটিআই)
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও কালিম্পং জেলার একটি কিংবা দুটি অঞ্চলে। এই দুটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।(ছবি সৌজন্য-পিটিআই)
শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলার দু-একটি জায়গায়।(ছবি সৌজন্য-পিটিআই)
রবিবার সকাল পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। (ছবি সৌজন্য-পিটিআই)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।(ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -