Weather Update: উত্তরে ফের প্রবল বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

Weather Update Till 30 June: উত্তরবঙ্গে আগেই তাণ্ডব চালিয়েছে বৃষ্টি। মঙ্গলবার ফের প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি লাল সতর্কতা জারি করা হল দার্জিলিং ও কালিম্পঙে।

ছবি সৌজন্য- পিটিআই

1/10
বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জারি হয়েছে কমলা সতর্কতা।(ছবি সৌজন্য-পিটিআই)
2/10
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বুধবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মতো কোনও সতর্কতা জারি হয়নি।(ছবি সৌজন্য-পিটিআই)
3/10
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গা সহ পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(ছবি সৌজন্য-পিটিআই)
4/10
দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা।(ছবি সৌজন্য-পিটিআই)
5/10
বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।(ছবি সৌজন্য-পিটিআই)
6/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু অংশ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবি সৌজন্য-পিটিআই)
7/10
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বাকি তিনটি জেলায় বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা রয়েছে। (ছবি সৌজন্য-পিটিআই)
8/10
শুক্রবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতায়।(ছবি সৌজন্য-পিটিআই)
9/10
শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (ছবি সৌজন্য-পিটিআই)
10/10
ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার সকাল পর্যন্ত রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।(ছবি সৌজন্য-পিটিআই)
Sponsored Links by Taboola