Abhishek On Partha: ‘সাধারণ মানুষের প্রতি অবিচার হলে আপোষ করে না তৃণমূল’ পার্থকে দলীয় পদ থেকে সরিয়ে মন্তব্য অভিষেকের
দল ও মন্ত্রিত্ব, দুই-ই হাতছাড়া পার্থের
1/9
ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার। গ্রেফতারির ৬ দিন পর মন্ত্রীত্ব থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। এদিকে, আজ ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ, মিছিল করে রাজনৈতিক দলগুলিও।
2/9
নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
3/9
এই একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল।
4/9
৩টি মন্ত্রী পদ থেকেই অপসারণ করা হল পার্থ চট্টোপাধ্যায়কে! সরানো হল মহাসচিব, জাতীয় কর্মসমিতির সদস্য। শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য এবং তৃণমূলের মুখপত্রের সম্পাদকের পদ থেকেও। পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করল তৃণমূল।
5/9
নিন্দা-সমালোচনা-ক্ষোভ-বিক্ষোভ। অসংখ্য চাকরি প্রার্থীর চোখের জল, হতাশা, অসহয়তা। দু’দফায় নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার। কার্যত সোনার খনির খোঁজ। অবশেষে কড়া সিদ্ধান্ত! পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প, তথ্য প্রযুক্তি ও পরিষদীয়, ৩টি দফতরের মন্ত্রীর পদ থেকে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
6/9
বৃহস্পতিবারেই তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয় তৃণমূলের। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হবে। বিকেল ৫টায় তৃণমূল ভবনে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
7/9
এ দিন অভিষেক বলেন, ‘সাধারণ মানুষের প্রতি অবিচার হলে আপোষ করে না তৃণমূল। যদি কেউ অন্যায় করে থাকে, প্রমাণ হলে তৃণমূল তাঁর পাশে দাঁড়াবে না। নিজের স্বার্থ চরিতার্থ করতে দলীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ উপার্জন করলে তৃণমূল কংগ্রেস তাঁর পাশে দাঁড়াবে না।’
8/9
অভিষেকের কথায়, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে মানুষের সংশয় রয়েছে। দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিপুল পরিমাণ টাকার উৎস কী ? কী করে এত কালো টাকা উদ্ধার হচ্ছে ? প্রধানমন্ত্রী বলেছিলেন কালো টাকা উদ্ধার হলে শাস্তি পেতে হবে। কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না। কেন্দ্র দায় এড়াতে পারে না’
9/9
এ দিন অভিষেক আরও বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সবার ক্ষেত্রে এক ব্যবস্থা নিক। একটি জেলায় ৯৫ শতাংশ লোকের চাকরি হয়েছে। খতিয়ে দেখুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা একসঙ্গে একই কথা বলেছেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সারদাকাণ্ডে এখনও পর্যন্ত চার্জশিট পেশ করেনি সিবিআই।’
Published at : 28 Jul 2022 11:48 PM (IST)