AdenoVirus : অ্যাডিনো আতঙ্ক, ত্রাহি ত্রাহি রব বেড পেতে, চালু হেল্পলাইন, জারি একগুচ্ছ নির্দেশ
হাসপাতালে হাসপাতালে উপচে পড়ছে নিউমোনিয়া এবং অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুর ভিড়। পেডিয়াট্রিক ICU-র অবস্থাও মারাত্মক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য-সচিব এবং মুখ্যসচিবের বৈঠক হয়।
সূত্রের দাবি, সেই বৈঠকে উদ্বেগপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের সময় যেভাবে কাজ করা হয়েছে। এক্ষেত্রেও যেন সেই রকম ব্যবস্থা করা হয়। অক্সিজেনের অভাব যাতে না হয় সেই বিষয়ে নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এদিনই, ১০ দফা অ্যাডভাইসরি জারি করেছে স্বাস্থ্য দফতর। তাতে বলা হয়েছে, শ্বাসকষ্ট, সর্দি-কাশি আক্রান্ত শিশুদের জন্য ২৪ ঘণ্টার ক্লিনিক করতে হবে।
যে যে হাসপাতাল বা মেডিক্যাল কলেজে শিশু বিভাগ আছে, সেখানে আলাদা আউটডোর চালু করতে হবে। যাতে সাধারণ বর্হিবিভাগে এই সব রোগীদের অপেক্ষা করতে না হয়।
হাসপাতাল প্রধান বা অধ্যক্ষের অনুমতি ছাড়া শ্বাসকষ্ট, সর্দি-কাশি আক্রান্ত শিশুদের রোগীকে রেফার করা যাবে না।
ভেন্টিলেটর ও অন্য সামগ্রী প্রস্তুত রাখতে হবে। হাসপাতাল প্রধান, অধ্যক্ষ বা নার্সিং বিভাগের প্রধানকে নিজেদের বিষয়টি খতিয়ে দেখতে হবে।
এর পাশাপাশি অ্যাডভাইসরিতে আরও বলা হয়েছে, শিশু বিভাগের সঙ্গে যুক্ত থাকা জুনিয়র চিকিৎসকদের কাজে লাগাতে হবে।
এর পাশাপাশি, শিশুদের জনবহুল এলাকায় না নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে মাস্ক ব্যবহার করতে। অ্যাডভাইসরিতে আরও বলা হয়েছে, হাসপাতালগুলিকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বেসরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে। হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। হেল্পলাইন নম্বরটি হল 1800 313444 222।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -