Arpita Mukherjee Property : কোটি কোটি টাকা, ৮ টি ফ্ল্যাট, পার্লার, অর্পিতার সম্পত্তির হিসেব শুনলে চমকে যাবেন !
কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। বরানগরের বিটি রোডে নেল আর্টের পার্লারের ম্যানেজার জানিয়েছেন, প্রায়ই আসতেন অর্পিতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে পৈতৃক বাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর মা মিনতি মুখোপাধ্যায়ের দাবি, মডেলিং করতেন অর্পিতা। ওড়িশার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন।
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পাশাপাশি, মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করেছে ইডি। অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। বাজেয়াপ্ত করা হয়েছে শিক্ষা দফতরের খাম।
অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তি ও তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধারের পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসন ক্লাবটাউন হাইটসে ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এর মধ্যে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে টেরেস।
আবাসন কর্তৃপক্ষের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে এই দুটি ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ ৬০ হাজার টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে একটির জন্য ৯ হাজার ও আরেকটির জন্য ১১ হাজার টাকা বাকি।
আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই এখানে আসতেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। ২টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ।বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় পৈতৃক বাড়িতে থাকেন অর্পিতার মা।
ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। স্টেট ব্যাঙ্ক থেকে আনা হয় নোট গোনার ৪টি যন্ত্র। সকালে আরও ৭টি নোট গোনার যন্ত্র আনা হয়।
'প্রার্থীর হাত থেকে টাকা নিত দালাল। টাকা ধাপে ধাপে পৌঁছত সরকারি কর্মী, আমলা হয়ে নেতা-মন্ত্রীদের কাছে।' জিজ্ঞাসাবাদে জানিয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, খবর ইডি সূত্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -