Covid Restriction: বালাই নেই মাস্কের! মানিকতলা থেকে কসবা কোভিডবিধি উড়িয়েই চলছে বিকি-কিনি

বাজারে বাজারে অসচেতনতার ছবি

1/11
বাঘাযতীন বাজারে অসচেতনতার ছবি। কেউ বলছেন দোকানে ধূপ জ্বালাচ্ছিলাম। আবার কেউ বলছেন, পুজো করছিলাম। বাঘাযতীন বাজারে মাস্ক পরা নিয়ে নানা অজুহাত ব্যবসায়ীদের।
2/11
বাজারে এসে আতঙ্কিত ক্রেতারা। একে ভিড়, তায় ব্যবসায়ীদের অনেকেরই মুখে মাস্ক নেই। সংক্রমণের আশঙ্কায় ক্ষুব্ধ ক্রেতারা।
3/11
তালিকায় রয়েছে কসবা বাজার। ভোর থেকে কসবা বাজারে ভিড়। অনেকেরই মুখে মাস্ক নেই।
4/11
মাস্ক না পরার বিভিন্ন অজুহাতও রয়েছে। মাস্ক পরেননি কেন জিজ্ঞাসা করতে দোকান ফাঁকা রেখেই উঠে যান এক ব্যবসায়ী।
5/11
কলকাতায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরপরেও পাতিপুকুর মাছ বাজারে অসচেতনতার ছবি। ভিড়ের মধ্যে বিনা মাস্কে চলছে বেচাকেনা। কারও মাস্ক আবার থুতনির নীচে।
6/11
ক্যামেরা দেখে তুলে নিচ্ছেন নাকের ওপর। কেউ মাস্ক নেই বলে ক্যামেরার সামনে চাদরে ঢাকছেন মুখ। দেখা মেলেনি পুলিশের।
7/11
মল্লিকঘাট ফুল বাজারেও চূড়ান্ত অসচেতনতা। সকালে মল্লিকঘাট ফুল বাজারে ভিড়। এখানেও অসচেতনতার ছবি।
8/11
বাজারে অধিকাংশেরই মুখে নেই মাস্ক। ধরা পড়তেই যুক্তি খাড়া করছেন বিধিভঙ্গকারীরা।
9/11
তবে এরই মধ্যে মানিকতলা বাজারের ছবিটি একটু আলাদা। বেশিরভাগের মুখে মাস্ক রয়েছে। মাস্ক না পরলে সতর্ক করছেন বিক্রেতারাই।
10/11
প্রতিদিন কার্যত লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই রাজ্যে আংশিক করোনা বিধিনিষেধ জারি করা হয়েছে।
11/11
তবু জায়গায় জায়গার ধরা পড়েছে অসচেতনতার ছবি।
Sponsored Links by Taboola