Covid Restriction: বালাই নেই মাস্কের! মানিকতলা থেকে কসবা কোভিডবিধি উড়িয়েই চলছে বিকি-কিনি
বাঘাযতীন বাজারে অসচেতনতার ছবি। কেউ বলছেন দোকানে ধূপ জ্বালাচ্ছিলাম। আবার কেউ বলছেন, পুজো করছিলাম। বাঘাযতীন বাজারে মাস্ক পরা নিয়ে নানা অজুহাত ব্যবসায়ীদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজারে এসে আতঙ্কিত ক্রেতারা। একে ভিড়, তায় ব্যবসায়ীদের অনেকেরই মুখে মাস্ক নেই। সংক্রমণের আশঙ্কায় ক্ষুব্ধ ক্রেতারা।
তালিকায় রয়েছে কসবা বাজার। ভোর থেকে কসবা বাজারে ভিড়। অনেকেরই মুখে মাস্ক নেই।
মাস্ক না পরার বিভিন্ন অজুহাতও রয়েছে। মাস্ক পরেননি কেন জিজ্ঞাসা করতে দোকান ফাঁকা রেখেই উঠে যান এক ব্যবসায়ী।
কলকাতায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরপরেও পাতিপুকুর মাছ বাজারে অসচেতনতার ছবি। ভিড়ের মধ্যে বিনা মাস্কে চলছে বেচাকেনা। কারও মাস্ক আবার থুতনির নীচে।
ক্যামেরা দেখে তুলে নিচ্ছেন নাকের ওপর। কেউ মাস্ক নেই বলে ক্যামেরার সামনে চাদরে ঢাকছেন মুখ। দেখা মেলেনি পুলিশের।
মল্লিকঘাট ফুল বাজারেও চূড়ান্ত অসচেতনতা। সকালে মল্লিকঘাট ফুল বাজারে ভিড়। এখানেও অসচেতনতার ছবি।
বাজারে অধিকাংশেরই মুখে নেই মাস্ক। ধরা পড়তেই যুক্তি খাড়া করছেন বিধিভঙ্গকারীরা।
তবে এরই মধ্যে মানিকতলা বাজারের ছবিটি একটু আলাদা। বেশিরভাগের মুখে মাস্ক রয়েছে। মাস্ক না পরলে সতর্ক করছেন বিক্রেতারাই।
প্রতিদিন কার্যত লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই রাজ্যে আংশিক করোনা বিধিনিষেধ জারি করা হয়েছে।
তবু জায়গায় জায়গার ধরা পড়েছে অসচেতনতার ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -