BJP Nabanna Abhijan : গাড়িতে আগুন, ইটবৃষ্টি, জলকামান-কাঁদানে গ্যাস, খণ্ডযুদ্ধ বিজেপির নবান্ন অভিযানে
ইট-পাথর বৃষ্টি, পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস। কোথাও আবার লঙ্কা গ্যাস। বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবড়বাজারে বিজেপির মিছিল আটকানোয় জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি।
সাঁতরাগাছি, বড়বাজারের সঙ্গে হাওড়া ময়দানেও তুলকালাম। বিশাল লোহার ব্যারিকেডে আটকাল বিজেপি।
সাঁতরাগাছিতে মারমুখী বিজেপি-পাল্টা পুলিশের লাঠিচার্জ। মাঝখানে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন আহত।
বিজেপি সদর দফতর মুরলিধর সেন লেনের সামনে পুলিশের লাঠিচার্জ। আহত দলীয় কর্মীরা, অভিযোগ বিজেপির। পুলিশের সঙ্গে তুমুল বচসা।
কোনা এক্সপ্রেসওয়ে কার্যত কুরুক্ষেত্রের চেহারা নিয়েছিল। প্রবল বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে গনগনে গঙ্গাপাড়। হাওড়া-কলকাতার একাধিক জায়গায় পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বিজেপি সমর্থকদের।
কড়া নিরাপত্তা বেষ্ঠনী ভেঙে এগোনোর চেষ্টা করতেই বিজেপি কর্মীদের উদ্দেশে ছুটে আসে জলকামান।
পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত ইট-পাথরবৃষ্টি হয়। পাল্টা লাঠিচার্জ, জলকামান, কাঁদানের গ্যাসের শেল ফাটায় পুলিশ।
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের আটক করা হয় মিছিল নিয়ে নবান্নের পথে এগোতেই। পরে সন্ধের দিকে ছেড়ে দেওয়া হয় তাঁদের।
গঙ্গাপাড়ের দুই জেলাই শুধু নয়, কার্যত গোটা রাজ্যজুড়ে বিক্ষোভ, অবরোধ চলে।
বিজেপি কর্মী ও পুলিশ, দু-পক্ষেরই অনেকেই জখম হন। (ছবি সৌজন্য- PTI, IANS )
- - - - - - - - - Advertisement - - - - - - - - -