Gujarat Elections Result 2022:গুজরাতে জয়ের উদযাপন! গেরুয়া রঙে রাঙাল মহানগরও
Celebration At Kolkata:২০২৪-এ দেশের লোকসভা নির্বাচন। তাঁর প্রাক্কালে কার্যত সেমিফাইনালের মঞ্চে নিজের গড়ে কংগ্রেসকে হেলায় হারালেন মোদি-শাহ। জয়ের উদযাপন এসে আলোড়ন তুলল মহানগরেও।
Continues below advertisement
রাজ্য বিজেপির সদর দফতরের সামনে গেরুয়া আবিরের উৎসব (ছবি: PTI)
Continues below advertisement
1/8
২০২৪-এ দেশের লোকসভা নির্বাচন। তাঁর প্রাক্কালে কার্যত সেমিফাইনালের মঞ্চে নিজের গড়ে কংগ্রেসকে হেলায় হারালেন মোদি-শাহ। জয়ের উদযাপন এসে আলোড়ন তুলল মহানগরেও।
2/8
গুজরাতের ফলাফল স্পষ্ট হতেই কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরের সামনে উৎসবে মাতলেন কর্মী-সমর্থকরা।
3/8
গেরুয়া আবিরে ছয়লাপ চারদিক। উড়ল বিজেপির প্রতীকও।
4/8
গেরুয়া আবিরে একে অন্যকে স্নান করিয়ে দিলেন কর্মী-সমর্থকরা।
5/8
১৮২ আসনের গুজরাত বিধানসভায় ১৫৭ টি আসন জিতেছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১৬ আসন। বিরোধী শিবিরকে কার্যত নিশ্চিহ্ন করে দেওয়ার এই সাফল্য উদযাপন করলেন এই শহরে পদ্ম শিবিরের কর্মীরাও।
Continues below advertisement
6/8
'গুজরাত নে তো কামাল কর দিয়া...' বলে নয়াদিল্লির বিজেপি সদর দফতরে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। তার ঠিক আগেই অবশ্য় বঙ্গ বিধআনসভায় মিষ্টিমুখ করতে দেখা গেল রাজ্যের বিজেপি বিধায়কদের।
7/8
ছিলেন অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামীর মতো গেরুয়া শিবিরের পরিচিত মুখ।
8/8
গুজরাতে এদিন বিজেপির পারফরম্যান্স অতীতের বহু রেকর্ড ভেঙে দিয়েছে। হিমাচল প্রদেশের ফলাফল কিছুটা অস্বস্তিতে রাখলেও আপাতত মোদী-শাহের গড়ের পারফরম্যান্সকেই তুলে ধরতে চায় গেরুয়া শিবির।
Published at : 08 Dec 2022 11:20 PM (IST)