Christmas 2021: বড়দিনের আমেজে কীভাবে সেজে উঠেছে পার্কস্ট্রিট, এক নজরে আলোমোড়া-রাজপথ
কোভিড বিধি মেনে বড়দিনের আনন্দে ভাসতে শুরু করেছে তিলোত্তমা। বড়দিনের পার্ক স্ট্রিটে (Park Street) ঝলমলে আলোর সঙ্গে এবার বাড়তি পাওনা পেল্লাই ক্রিসমাস ট্রি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যালেন পার্কের অদূরে, আলোয় সাজানো সেই বিশাল ক্রিসমাস ট্রি এখন স্বাগত জানাচ্ছে দর্শকদের।
শীতের আলসেমি কাটিয়ে নিউমার্কেটে উত্সবপ্রিয় মানুষের ভিড়। কেকের গন্ধে মম করছে গোটা শহর।
বছর ঘুরতে চললেও এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা। উল্টে উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন প্রজাতি।
করোনা বিধি মেনে পালন করা হবে বড়দিন। নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখছে না কলকাতা পুলিশ।
পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী। ৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।
নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট মোড়ের কাছে থাকছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা। তার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে।
এরই মধ্যে শীতের (Winter) আমেজ গায়ে মেখে উত্সবে-আনন্দে বড়দিনকে স্বাগত জানাতে তৈরি কলকাতা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -