Christmas 2021: বড়দিনের আমেজে কীভাবে সেজে উঠেছে পার্কস্ট্রিট, এক নজরে আলোমোড়া-রাজপথ
বড়দিনের আমেজে কীভাবে সেজে উঠেছে পার্কস্ট্রিট
1/10
কোভিড বিধি মেনে বড়দিনের আনন্দে ভাসতে শুরু করেছে তিলোত্তমা। বড়দিনের পার্ক স্ট্রিটে (Park Street) ঝলমলে আলোর সঙ্গে এবার বাড়তি পাওনা পেল্লাই ক্রিসমাস ট্রি
2/10
অ্যালেন পার্কের অদূরে, আলোয় সাজানো সেই বিশাল ক্রিসমাস ট্রি এখন স্বাগত জানাচ্ছে দর্শকদের।
3/10
শীতের আলসেমি কাটিয়ে নিউমার্কেটে উত্সবপ্রিয় মানুষের ভিড়। কেকের গন্ধে মম করছে গোটা শহর।
4/10
বছর ঘুরতে চললেও এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা। উল্টে উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন প্রজাতি।
5/10
করোনা বিধি মেনে পালন করা হবে বড়দিন। নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখছে না কলকাতা পুলিশ।
6/10
পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী। ৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।
7/10
নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট মোড়ের কাছে থাকছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম।
8/10
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা। তার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
9/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে।
10/10
এরই মধ্যে শীতের (Winter) আমেজ গায়ে মেখে উত্সবে-আনন্দে বড়দিনকে স্বাগত জানাতে তৈরি কলকাতা
Published at : 24 Dec 2021 08:56 AM (IST)