Mamata Banerjee: বাড়ির কালীপুজোর তদারকি, অতিথি আপ্যায়ন থেকে ভোগ রান্না, সারাদিন অন্য ভূমিকায় মুখ্যমন্ত্রী
প্রতিবারই কালীপুজোর আয়োজন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পরিবার নিয়ে ধুমধাম করে শ্যামার আরাধনায় মাতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যের দায়িত্ব নেওয়ার পাশাপাশি, এদিন তিনি পুজো অন্য ভূমিকায়। বাড়ির পুজোতে বরাবরাই তাঁকে দারুন যত্নের সঙ্গে ভোগ রাঁধতে দেখা যায়। ইতিমধ্যেই এই ছবি প্রকাশ্যে আসতেই খুব খুশি অনুগামীরা।
নিজের হাতে রাঁধেন ভোগও। প্রতিবারের মতো এবছরেও দেখা গেল একই ছবি। নিয়ম মেনেই পুজোর আয়োজন করলেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে রাঁধলেন ভোগও।
সন্তানদের নিয়ে সস্ত্রীক উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আমেরিকায় চোখের অপারেশন সেরেই সদ্যই ফিরেছেন। জানা গিয়েছে এখনও পর্যবেক্ষণেই থাকতে হবে থাকে। চোখে কালো চশমা পড়েই পুজোর সাক্ষী থাকলেন তিনি।
এদিন পুজোর তদারকির মাঝেই সিত্রাং-এর গতিবিধির দিকেও নজর ছিল তাঁর।
পুজোর ব্যস্ততার মাঝেই মিডিয়ার সামনে এসে এসঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, বাংলাদেশে ল্যান্ডফল হবে রাত ১২টায়। বাংলায় কাল অবধি ঝড় বৃষ্টি হবে। সতর্ক থাকুন, সহযোগিতা করুন'।
এ দিন মুখ্যমন্ত্রীর বাড়িক পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যপালও।
শঙ্খ বাজাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুদে কন্যা।
নিজের বাড়ির কালীপুজোয় এদিন কাঁসার থালায় প্রদীপ জ্বালিয়ে আরতি করলেন। নিজের বাড়িতে এদিন তিনি শিব ঠাকুরকেও দেখালেন প্রদীপ, পরম নিষ্ঠায় আরাধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -