Mamata Banerjee: বাড়ির কালীপুজোর তদারকি, অতিথি আপ্যায়ন থেকে ভোগ রান্না, সারাদিন অন্য ভূমিকায় মুখ্যমন্ত্রী

বাড়ির কালীপুজোয় তদারকি থেকে ভোগ রান্না, সারাদিন অন্য ভূমিকায় মুখ্যমন্ত্রী

শ্যামা বন্দনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1/10
প্রতিবারই কালীপুজোর আয়োজন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পরিবার নিয়ে ধুমধাম করে শ্যামার আরাধনায় মাতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/10
রাজ্যের দায়িত্ব নেওয়ার পাশাপাশি, এদিন তিনি পুজো অন্য ভূমিকায়। বাড়ির পুজোতে বরাবরাই তাঁকে দারুন যত্নের সঙ্গে ভোগ রাঁধতে দেখা যায়। ইতিমধ্যেই এই ছবি প্রকাশ্যে আসতেই খুব খুশি অনুগামীরা।
3/10
নিজের হাতে রাঁধেন ভোগও। প্রতিবারের মতো এবছরেও দেখা গেল একই ছবি। নিয়ম মেনেই পুজোর আয়োজন করলেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে রাঁধলেন ভোগও।
4/10
সন্তানদের নিয়ে সস্ত্রীক উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
5/10
আমেরিকায় চোখের অপারেশন সেরেই সদ্যই ফিরেছেন। জানা গিয়েছে এখনও পর্যবেক্ষণেই থাকতে হবে থাকে। চোখে কালো চশমা পড়েই পুজোর সাক্ষী থাকলেন তিনি।
6/10
এদিন পুজোর তদারকির মাঝেই সিত্রাং-এর গতিবিধির দিকেও নজর ছিল তাঁর।
7/10
পুজোর ব্যস্ততার মাঝেই মিডিয়ার সামনে এসে এসঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, বাংলাদেশে ল্যান্ডফল হবে রাত ১২টায়। বাংলায় কাল অবধি ঝড় বৃষ্টি হবে। সতর্ক থাকুন, সহযোগিতা করুন'।
8/10
এ দিন মুখ্যমন্ত্রীর বাড়িক পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যপালও।
9/10
শঙ্খ বাজাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুদে কন্যা।
10/10
নিজের বাড়ির কালীপুজোয় এদিন কাঁসার থালায় প্রদীপ জ্বালিয়ে আরতি করলেন। নিজের বাড়িতে এদিন তিনি শিব ঠাকুরকেও দেখালেন প্রদীপ, পরম নিষ্ঠায় আরাধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
Sponsored Links by Taboola