Mamata Banerjee:ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
DA Agitators:বকেয়া ডিএ-র দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সোমবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ বাধ্যতামূলক নয়। এটা ঐচ্ছিক, টাকা থাকলে ভালবেসে দিতাম, বলেন মুখ্যমন্ত্রী।
ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
1/8
বকেয়া ডিএ-র দাবিতে যাঁরা আন্দোলন করছেন, তাঁদের সোমবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/8
'ডিএ বাধ্যতামূলক নয়। এটা ঐচ্ছিক, টাকা থাকলে ভালবেসে দিতাম', বলেন মুখ্যমন্ত্রী।
3/8
অতীতে DA আন্দোলনকারীদের চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত বলে সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী।
4/8
এবার বললেন, ''কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন, আরও বেশি ডিএ পাবেন'।
5/8
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, ''অফিস টাইমে কাজ বন্ধ করে মিছিল, এটা সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? রোজ শুধু না করার হুঙ্কার, আমি সহানুভূতিশীল।'
6/8
সঙ্গে আরও সংযোজন ,'১ লক্ষ ১৫ হাজার কোটি পড়ে আছে দিল্লিতে। আগে এনে দিক। আরও ৩ শতাংশ ডিএ দেব।'
7/8
সোমবার আচমকাই ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের দায় DA আন্দোলনকারীদের ঘাড়ে ঠেলেন তিনি!
8/8
বকেয়া ডিএ-র দাবিতে আদালতে যেমন একের পর এক মামলা হয়েছে।সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কলকাতায়। তার মধ্যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা।
Published at : 15 May 2023 08:37 PM (IST)