Mamata Banerjee:শঙ্খের আকারে 'ধন ধান্য' অডিটোরিয়াম এবার আলিপুরে
Dhana Dhanya Auditorium: শঙ্খের আকারে অডিটোরিয়াম এবার আলিপুরে। নাম ধন ধান্য অডিটোরিয়াম। বৃহস্পতিবার এটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শঙ্খের আকারে 'ধন ধান্য' অডিটোরিয়াম এবার আলিপুরে
1/8
শঙ্খের আকারে অডিটোরিয়াম। নাম 'ধন ধান্য অডিটোরিয়াম'। বৃহস্পতিবার এটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/8
যে শ্রমিকরা এই অডিটোরিয়াম তৈরি করেছেন তাঁদের ডেকে সম্বর্ধনা দিতে অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যসচিবকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
3/8
বলেন, 'যাঁরা এই নির্মাণ করেন তাঁদের নির্মাণের পর নো-এন্ট্রি বোর্ড দেখিয়ে দেওয়া হয়। কিন্তু, আমি এই শ্রমিকদের সম্পদ মনে করি।'
4/8
শঙ্খের আকারে কেন এই অডিটোরিয়াম তৈরি করা হল, তারও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী।
5/8
উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, 'শঙ্খের আকৃতিতে তৈরি করা হয়েছে কারণ শঙ্খ মঙ্গলের প্রতীক। শঙ্খের সঙ্গে সমুদ্রেরও যোগ আছে। অর্ডিনারি করে কী হবে?'
6/8
অডিটোরিয়ামটিকে বিশেষ আকার দিতে ফ্রান্স থেকে আনা বিশেষ ধরনের জিঙ্ক ব্যবহার করা হয়েছে।
7/8
লেগেছে ৩ হাজার ৭০০ মেট্রিক টন ইস্পাতও। ৩টি ব্যাঙ্কোয়েট হল, ফুডকোর্ট রয়েছে এখানে।
8/8
রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ব্য়বস্থাও। যেখানে ৩০০ টি গাড়ি পার্ক করা যাবে।
Published at : 13 Apr 2023 08:49 PM (IST)