Mamata Banerjee:শঙ্খের আকারে 'ধন ধান্য' অডিটোরিয়াম এবার আলিপুরে
শঙ্খের আকারে অডিটোরিয়াম। নাম 'ধন ধান্য অডিটোরিয়াম'। বৃহস্পতিবার এটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে শ্রমিকরা এই অডিটোরিয়াম তৈরি করেছেন তাঁদের ডেকে সম্বর্ধনা দিতে অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যসচিবকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
বলেন, 'যাঁরা এই নির্মাণ করেন তাঁদের নির্মাণের পর নো-এন্ট্রি বোর্ড দেখিয়ে দেওয়া হয়। কিন্তু, আমি এই শ্রমিকদের সম্পদ মনে করি।'
শঙ্খের আকারে কেন এই অডিটোরিয়াম তৈরি করা হল, তারও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, 'শঙ্খের আকৃতিতে তৈরি করা হয়েছে কারণ শঙ্খ মঙ্গলের প্রতীক। শঙ্খের সঙ্গে সমুদ্রেরও যোগ আছে। অর্ডিনারি করে কী হবে?'
অডিটোরিয়ামটিকে বিশেষ আকার দিতে ফ্রান্স থেকে আনা বিশেষ ধরনের জিঙ্ক ব্যবহার করা হয়েছে।
লেগেছে ৩ হাজার ৭০০ মেট্রিক টন ইস্পাতও। ৩টি ব্যাঙ্কোয়েট হল, ফুডকোর্ট রয়েছে এখানে।
রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের ব্য়বস্থাও। যেখানে ৩০০ টি গাড়ি পার্ক করা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -