CM Mamata Banerjee:মাদ্রিদের মঞ্চ থেকে বাংলায় বিনিয়োগের আহ্বান মমতার

Bengal Global Business Summit:স্পেনের মাটিতে দাঁড়িয়ে বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলায় আসুন, শিল্প গড়ুন। জমির কোনও সমস্যা হবে না।

মাদ্রিদের মঞ্চ খেকে বাংলায় বিনিয়োগের আহ্বান মমতার (ছবি:PTI)

1/8
স্পেনের মাটিতে দাঁড়িয়ে বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'বাংলায় আসুন, শিল্প গড়ুন। জমির কোনও সমস্যা হবে না।'
2/8
স্পেনের মাদ্রিদে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের একটি অনুষ্ঠানে সে দেশের ব্যবসায়ী সংগঠনের ৭২ জন প্রতিনিধিদের বার্তা দেন মুখ্যমন্ত্রী।
3/8
বাংলায় ব্যবসার জন্য ল্যান্ড ব্যাঙ্কের (Land Bank) সুবিধা থেকে পশ্চিমবঙ্গে বাসিন্দাদের মধ্যে ঐক্য-সম্প্রীতির আবহে সহাবস্থান, উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
4/8
স্পেনের শিল্পপতিদের উদ্দেশে তাঁর বার্তা, 'আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। গণতন্ত্র আমাদের শক্তি। অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে। অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল।'
5/8
মাদ্রিদের এই মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর বসবে বিজিসিএসের আসর। যা ভারতের সেরা।'
6/8
এদিকে শুক্রবারই মাদ্রিদে 'লা লিগার' সঙ্গে রাজ্য সরকারের মউ সাক্ষর হয়েছে। রাজ্যে ফুটবলের অ্যাকাডেমি গঠন ও সেখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে 'লা লিগা।'
7/8
যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'স্পেন ও বাংলার অনেক মিল রয়েছে। এক-দুমাসের মধ্যেই বাংলায় ফুটবল অ্যাকাডেমি করবে লা লিগা।'
8/8
নিজের ফেসবুক পেজে শুক্রবারের অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্তের ছবিও দিয়েছেন মমতা। সঙ্গে কিছু বক্তব্য যার নির্যাস অল্প কথায় এটাই, সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমেই দুরন্ত সাফল্যের পথে এগোনো সম্ভব। আর বাংলায় এমন সাফল্যের সম্ভাবনা রয়েছে, মনে করেন মুখ্যমন্ত্রী।
Sponsored Links by Taboola