Cyclone Remal Aftermath:জলের তলায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের কোথায় কী প্রভাব 'রেমাল'-র?
যে দিকে তাকানো যায়, 'রেমাল'-র দাপট স্পষ্ট। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে দিনভর ভারী-অতিভারী বৃষ্টি। ঝোড়ো হাওয়ার দাপট চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। জলভাসি দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশ। তার মধ্যে মাছ ধরার চেষ্টা গ্রামবাসীদের।( ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'রেমাল'-র ল্যান্ডফল হয়ে গেলেও প্রকৃতি পুরোপুরি শান্ত হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। তার মধ্যে ধুলোর ঝড় বকখালির সৈকতে। সেই দৃশ্যই দেখতে বেরিয়েছেন এক বাসিন্দা। (ছবি:PTI)
'রেমাল'-র দাপটে, রবিবার দীঘার সৈকতের পরিস্থিতি যে ভয়াল হয়ে উঠেছিল, সে কথা ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। সেই নিরিখে আজ ঢেউয়ের দাপট কিছু কম হলেও সমুদ্র যে এখনও সম্পূর্ণ শান্ত হয়নি, তা স্পষ্ট এই ছবিতেই। ( ছবি:PTI)
ঝোড়ো হাওয়ার দাপটে ক্ষয়ক্ষতির বহর কতটা, তার সুনির্দিষ্ট ছবি বোঝা যাবে আরও কিছু দিন পর। তবে দক্ষিণ ২৪ পরগনার বড় অংশজুড়েই এখন এমন উপড়ে পড়া গাছের দেখা মিলবে। 'রেমাল'-তাণ্ডবে শিকড়সুদ্ধ উপড়ে গিয়েছে সব। (ছবি:PTI)
আপাতত যা পূর্বাভাস, তাতে আজও দিনভর রেমালের রেশ চলবে। যদিও এরই মধ্যে গাছ পরিষ্কার করার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। (ছবি:PTI)
রবিবার রাতে ল্যান্ডফল হলেও সোমবার সকালে 'রেমাল'-র জেরে দস্তুরমতো নাকানিচোবানি খেতে হয়েছে শহরবাসীকে। সপ্তাহের প্রথম কাজের দিনে বাস-অটোর সংখ্যা ছিল হাতেগোনা। তার উপর লোক্যাল ট্রেনের চলাচলও দীর্ঘক্ষণ ধাক্কা খায়। সব মিলিয়ে নিত্যযাত্রীদের তুমুল দুর্ভোগ পোহাতে হয়। (ছবি:PTI)
বৃষ্টিতে জল জমে যাওয়া এই শহরে আর বিরল ছবি নয়। তবে 'রেমাল'-র জেরে জলভাসি কলকাতার উত্তর থেকে দক্ষিণ, নানা প্রান্ত যে ভাবে জলে ডুবে গিয়েছিল, তাতে চিন্তায় পড়ে যান স্থানীয়রা। (ছবি:PTI)
শহরের বহু রাস্তার উপর এমন গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে সোমবার ভোরে। তার পাশ দিয়েই ছাতা মাথায় হাঁটছেন তরুণী। (ছবি:PTI)
ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। তার উপর মেঘলা আকাশ। সব মিলিয়ে কলকাতার আবহাওয়ায় আজও দিনভর 'রেমাল' -র জের স্পষ্ট। রাজপথে বহু বাস-ই তাই নামেনি আজ। সার বাঁধা বেসরকারি বাসের সেই ছবিই ফ্রেমবন্দি হয়েছে। (ছবি:PTI)
সোমবার জলের তলায় চলে ছিল কলকাতার সি আর অ্যাভিনিউ-ও। এখনও পর্যন্ত যা খবর, তাতে গোটা রাজ্যে ৬ জনের প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে 'রেমাল' মিলিয়ে যাওয়ার পরও তার রেশ স্পষ্ট। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -