Darjeeling Snowfall: মেঘলা-মুখ ভার কাটিয়ে দমকা বৃষ্টি, সঙ্গে তুষারপাত দার্জিলিংয়ে, দেখুন নৈসর্গিক ছবি
Darjeeling Snowfall, দার্জিলিংয়ে তুষারপাত।
1/10
মাঘের শুরুতে রাজ্যজুড়ে খামখেয়ালি শীত। পারদের ওঠানামার ফাঁকেই বৃষ্টির ভ্রুকুটি।
2/10
এর মাঝেই বৃহস্পতিবার দুপুরে একপশলা বৃষ্টি ও হালকা তুষারপাত দার্জিলিংজুড়ে।
3/10
সকাল থেকেই মেঘলা আবহাওয়ায় আকাশের মুখ ছিল ভার। আর একটু বেলা হতেই ঠান্ডার রেশ আরও একটু বাড়িয়ে হল বৃষ্টি। সঙ্গে অল্প তুষারপাত।
4/10
টাইগার হিল, জোড়বাংলা, ঘুম এলাকা জুড়ে বৃষ্টি-তুষারপাত হয়েছে।
5/10
কার্শিয়ং, সোনাদা এলাকার দিকে এখনও বৃষ্টি শুধু না হলেও আকাশের মুখ ভার। মেঘলা আকাশের সঙ্গী ঝোড়ো হাওয়া।
6/10
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে।
7/10
তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। আজ ও কাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
8/10
দার্জিলিং, কালিম্পঙেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে।
9/10
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দার্জিলিংয়ে যা হিমাঙ্কের কাছাকাছি।
10/10
সাদা তুলোর মতো বরফে ঢাকলেও খুব বেশি তুষারপাত না হওয়ায় দার্জিলিংয়ের বিভিন্ন এলাকার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়নি। (ছবি ও তথ্য-মোহন প্রসাদ)
Published at : 20 Jan 2022 04:00 PM (IST)