Darjeeling Snowfall: মেঘলা-মুখ ভার কাটিয়ে দমকা বৃষ্টি, সঙ্গে তুষারপাত দার্জিলিংয়ে, দেখুন নৈসর্গিক ছবি
মাঘের শুরুতে রাজ্যজুড়ে খামখেয়ালি শীত। পারদের ওঠানামার ফাঁকেই বৃষ্টির ভ্রুকুটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর মাঝেই বৃহস্পতিবার দুপুরে একপশলা বৃষ্টি ও হালকা তুষারপাত দার্জিলিংজুড়ে।
সকাল থেকেই মেঘলা আবহাওয়ায় আকাশের মুখ ছিল ভার। আর একটু বেলা হতেই ঠান্ডার রেশ আরও একটু বাড়িয়ে হল বৃষ্টি। সঙ্গে অল্প তুষারপাত।
টাইগার হিল, জোড়বাংলা, ঘুম এলাকা জুড়ে বৃষ্টি-তুষারপাত হয়েছে।
কার্শিয়ং, সোনাদা এলাকার দিকে এখনও বৃষ্টি শুধু না হলেও আকাশের মুখ ভার। মেঘলা আকাশের সঙ্গী ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে।
তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। আজ ও কাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
দার্জিলিং, কালিম্পঙেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দার্জিলিংয়ে যা হিমাঙ্কের কাছাকাছি।
সাদা তুলোর মতো বরফে ঢাকলেও খুব বেশি তুষারপাত না হওয়ায় দার্জিলিংয়ের বিভিন্ন এলাকার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়নি। (ছবি ও তথ্য-মোহন প্রসাদ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -