Darjeeling Snowfall: তুষারচাদরে ঢাকল দার্জিলিং, দেখুন ছবি
বছরশেষে নয়নাভিরাম পাহাড়। অঝোর তুষারপাতে ঘুম ভাঙল পাহাড়ের রানির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকা়ঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না বলে যাঁরা হাপিত্যেশ করছিলেন, তাঁদের মন ভরল তুষারপাতে। বড়দিন থেকেই আভাস ছিল। আজ একেবারে সাদা চাদরে ঢাকল শৈলশহরের অনেকাংশ।
কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন দার্জিলিঙের টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে বাতাসিয়া ও জোড়বাংলো এলাকা।
সিকিমের লাচুঙেও প্রবল তুষারপাত। একদিকে যখন কলকাতায় শীতের লেশমাত্রও অনুভূত হচ্ছে না, তখন উত্তরবঙ্গে তুষারপাত চলছেই।
সমতল থেকে পাহাড়ে গিয়ে মন ভরে গেল পর্যটকদের। তুষারপাতের খবর পেয়ে পর্যটকদের ভিড় বাড়বে, তেমনই প্রত্যাশা স্থানীয়দের।
টাইগার হিল যাওয়ার রাস্তাও ঢেকেছে বরফে। মেঘাবরণ সরিয়ে হেডলাইট জ্বেলে সকালে চলছে গাড়ি। সে এক মনোরম অনুভূতি।
কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন সিকিম ও টাইগার হিলে তুষারপাত। উত্সবের দিনে তুষারপাত দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্ষটকরা।
বড়দিনেই মরসুমের প্রথম তুষারপাতের স্বাদ পায় দার্জিলং। তুষারপাত হয় টাইগার হিলেও।
বরফ-সাদা সিকিম্রের ছাঙ্গু-তে কয়েকদিন আগে পর্যটকরা আটকে পড়েন। যদিও তাঁদের নিরাপদেই নামানোর ব্যবস্থা করা হয়।
বছর শেষে যখন ওমিক্রন দাপটে চারিদিকে ট্রাভেল রেস্ট্রিকশন, সেখানে নিজের রাজ্যের মধ্যেই এমন আবহাওয়া পেয়ে খুশি পর্যটকরা। ছবি ও তথ্য মোহন প্রসাদ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -