Darjeeling Snowfall: তুষারচাদরে ঢাকল দার্জিলিং, দেখুন ছবি

web_tiger_hill_snowfall_01

1/10
বছরশেষে নয়নাভিরাম পাহাড়। অঝোর তুষারপাতে ঘুম ভাঙল পাহাড়ের রানির।
2/10
কা়ঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না বলে যাঁরা হাপিত্যেশ করছিলেন, তাঁদের মন ভরল তুষারপাতে। বড়দিন থেকেই আভাস ছিল। আজ একেবারে সাদা চাদরে ঢাকল শৈলশহরের অনেকাংশ।
3/10
কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন দার্জিলিঙের টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে বাতাসিয়া ও জোড়বাংলো এলাকা।
4/10
সিকিমের লাচুঙেও প্রবল তুষারপাত। একদিকে যখন কলকাতায় শীতের লেশমাত্রও অনুভূত হচ্ছে না, তখন উত্তরবঙ্গে তুষারপাত চলছেই।
5/10
সমতল থেকে পাহাড়ে গিয়ে মন ভরে গেল পর্যটকদের। তুষারপাতের খবর পেয়ে পর্যটকদের ভিড় বাড়বে, তেমনই প্রত্যাশা স্থানীয়দের।
6/10
টাইগার হিল যাওয়ার রাস্তাও ঢেকেছে বরফে। মেঘাবরণ সরিয়ে হেডলাইট জ্বেলে সকালে চলছে গাড়ি। সে এক মনোরম অনুভূতি।
7/10
কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন সিকিম ও টাইগার হিলে তুষারপাত। উত্সবের দিনে তুষারপাত দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্ষটকরা।
8/10
বড়দিনেই মরসুমের প্রথম তুষারপাতের স্বাদ পায় দার্জিলং। তুষারপাত হয় টাইগার হিলেও।
9/10
বরফ-সাদা সিকিম্রের ছাঙ্গু-তে কয়েকদিন আগে পর্যটকরা আটকে পড়েন। যদিও তাঁদের নিরাপদেই নামানোর ব্যবস্থা করা হয়।
10/10
বছর শেষে যখন ওমিক্রন দাপটে চারিদিকে ট্রাভেল রেস্ট্রিকশন, সেখানে নিজের রাজ্যের মধ্যেই এমন আবহাওয়া পেয়ে খুশি পর্যটকরা। ছবি ও তথ্য মোহন প্রসাদ
Sponsored Links by Taboola