Digha Hotel Room Booking: দীঘায় ঘুরতে যাবেন ভাবছেন? পর্যটকদের জন্য বিশেষ ছাড় এবার হোটেলে
করোনা সংক্রমণ একটু শিথিল হওয়ায় খুলেছে পর্যটন কেন্দ্রগুলো। শিথিল হয়েছে বিধি নিষেধও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনার জেরে এতদিন ধরে প্রায় ফাঁকা রয়েছে দীঘা। কারণ কোভিড আতঙ্কে কেউ আর দীঘায় যেতে সাহস পাচ্ছেন না।
অন্য সময় বছরের বিভিন্ন সময় ভিড় দেখা যায় দীঘায়। কিন্তু এবার কোভিড আতঙ্কে পর্যটকরাও কম ভিড় করছেন।
তবে পর্যটকদের জন্য এবার খুশির খবর। পর্যটকদের টানতে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন হোটেল বুকিংয়ে ছাড় দিতে চলেছে।
অনলাইনে হোটেল বুকিং কিংবা দিঘায় এসে হোটেলের রুম স্পট বুকিংয়ের ক্ষেত্রে এই বিশেষ ছাড় পাওয়া যাবে।
এই হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, আগে হোটেলের যে রুম ২০০০ টাকায় পাওয়া যেত , তা এখন মিলবে ১৫০০- ১৭৫০ টাকায়।
একই ভাবে ১৫০০ টাকার রুম ১০০০- ১৩০০ টাকা, ১০০০ টাকার রুম ৮০০ টাকায় মিলতে পারে।
অবশ্য হোটেল ভাড়ায় কিছুটা ছাড় মিললেও, কোভিড বিধির ক্ষেত্রে কোনও রকম আপোস করা হবে না বলে হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে।
যে সমস্ত পর্যটকের কোভিড রিপোর্টের সার্টিফিকেট নেই, সেই সমস্ত পর্যটকের জন্য হোটেল মালিকদের সংগঠন করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -