Durga Puja 2023: রং-তুলিতে ফুটে উঠছে পণ্য ফেরির একাল-সেকাল! তুঙ্গে পুজো-প্রস্তুতি
এখন সমাজ বদলেছে। বদলেছে পরিবারের গঠন, বদলে গিয়েছে পাড়ার ধারণাও। চারিদিকে মাথা তুলেছে বহুতল আবাসন। এখন পুজোর আমেজ লাগে সেখানেও। সবাই মিলে হইহই করে আয়োজন করেন দুর্গা আরাধনার। বারোয়ারি পুজোর মতো আবাসনের পুজোতেও এখন লেগেছে থিমের বাহারের চমক। আর সেখানেই নিজের ছাপ রেখেছে রাজারহাটের সিলভার ওক এস্টেট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজারহাটের কালী পার্কের সিলভার ওক এস্টেট। আবাসনে রয়েছে ৫০০ ফ্ল্যাট, ৫০টি বাংলো। বাসিন্দারা জানাচ্ছেন ২২০০-এরও বেশি বাসিন্দা রয়েছেন এই আবাসনে। মন্ডপ সজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান-খাওয়া দাওয়া। রকমারি আয়োজন রাখছেন উদ্যোক্তারা।
আবাসনের মধ্যেই রয়েছে বড় মাঠ। সেখানেই তৈরি হচ্ছে মন্ডপ। বাঁশের কাঠামো তৈরি। তার মাঝেই ঝাঁকা তৈরির কাজ চলছে।
রং-তুলিতে ফুটে উঠছে থিমের নানা আঁকা। কোথাও কাঁধে ঝাঁকা নেওয়ার ছবি, কোথাও আবার মাথায় ঝাঁকা নেওয়ার ছবি। নানা ছবি ফুটিয়ে তুলছেন শিল্পীরা, ভাবনায় সুরজিৎ সেনগুপ্ত। প্রদীপ রুদ্র পালের প্রতিমায় হবে পুজো।
জোরকদমে চলছে মন্ডপ প্রস্তুতির কাজ। পাশাপাশি চলছে পুজোর বাকি প্রস্তুতি-হিসেব নিকেশ।
এই বছর এখানকার থিমে রয়েছেন ফেরিওয়ালারা। আরও ভাল করে বললে সেকাল-একালে জিনিস ফেরির বদলে যাওয়া চেহারা থিমে সাজিয়ে তোলা হচ্ছে এখানে। এবারের থিমের নাম দেওয়া হয়েছে, 'ঝাঁকা মাথায় জীবন করি ফেরি...ঝাঁকায় এবার মা কে শরণ করি।' বেত-বাঁশের তৈরি ঝাঁকা তৈরি হচ্ছে এখানেই। তা দিয়েই সাজছে মন্ডপ
জনা তিরিশ আবাসিকের একটি কমিটি রয়েছে, সেটিই সব দেখাশোনা করছে। রয়েছে একাধিক সাব কমিটিও। কেউ দেখছেন মন্ডপ তৈরি ও প্রতিমা তৈরির বিষয়টি। সেই টিমের নাম সৃজন। কেউ রয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে। এরকমই নানা ভাবে ভাগ করে চলছে কাজ।
থাকছে ভোজের বিপুল আয়োজন। কেউ আমিশাষী, কেউ আবার নিরামিশাষী। তাই পুজোর কটাদিন ২ রকম ব্যবস্থাই থাকছে। আর আলাদা করে থাকছে ভোগের ব্যবস্থা। পুজোর ভোগের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য রয়েছে ৪০ জনের টিম। তাতে রয়েছে আবাসনেরই বাসিন্দা ৪০ জন বয়স্কা।
পুজোর দিনগুলি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতাবেন আবাসিকরাই। আবাসনে রয়েছে একটি ইন-হাউস ব্যান্ডও। সাবধানতা বজায় রাখতে প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তার দিকেও নজর থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -